Advertisment

Weekend Getaways: কান পেতে শুনুন সমুদ্র-ম্যানগ্রোভের ফিসফিসানি! ঢুঁ মারুন কলকাতার কাছেই অপরূপ এপ্রান্তে

Weekend Getaways near kolkata: চারিদিকে সমুদ্রে ঘেরা এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য এককথায় অসাধারণ। কলকাতার খুব কাছেই রয়েছে এই সবুজে সবুজ তল্লাট। সমুদ্রবেষ্টিত এতল্লাটে অদ্ভুত এক মাদকতা রয়েছে। দৈনন্দিন জীবনের তুমুল ব্যস্ততা থেকে দিন কয়েকের নির্ভেজাল স্বস্তি পেতে গেলে এই জায়গা আপনার জন্য হতে পারে একেবারে পারফেক্ট চয়েজ। কোলাহলমুক্ত পরিবেশে দিন কয়েক কাটিয়ে গিয়ে সম্পূর্ণ সতেজ মনে যোগ দিন কাজে। এতল্লাটে কাটানো মুহুর্তগুলি বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় সোনালী অক্ষরে লেখা হয়ে থেকে যাবে।

author-image
Nilotpal Sil
New Update
weekend tour, Weekend Getaways near kolkata, Henry's Island

Travel: ঝটিকা সফরে কলকাতার কাছেই এই অপরূপ সমুদ্রঘেরা দ্বীপে ঢুঁ মারুন। কয়েক মুহূর্তেই মন-প্রাণ সতেজ হবে।

weekend getaways near kolkata: বাঙালি আর বেড়ানো, অনেক কষ্টেও এই দুটি শব্দকে যেন আলাদা করা যায় না। একটু সুযোগ পেলেই বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালি পাওয়াই বিরল। তবে মন চাইলেও লম্বা ছুটি অ্যাডজাস্ট করাটাই সবচেয়ে কঠিন একটা ব্যাপার। ব্যস্ত জীবন থেকে ক'দিনের আরাম খুঁজতে অনেকেই ছুটে যান দিঘা, মন্দারমণি কিংবা তাজপুর। তবে এসব তো অনেক গিয়েছেন, এবার ঘুরে আসুন হেনরি আইল্যান্ড (Henry Island) থেকে। শহর কলকাতার খুব কাছেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পড়ে সমুদ্রঘেরা এই দ্বীপ। এই এলাকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য মন জুড়িয়ে দেবে। একইসঙ্গে এখানে পাবেন সমুদ্র, ঝাউবন আর ম্যানগ্রোভের অসাধারণ মিশেল।

Advertisment

কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে দিঘা, মন্দারমণি অনেকেই যান। কেউ বা যান পুরুলিয়া, শান্তিনিকেতন-সহ কাছেপিঠের অন্য কোনও জায়গায়। তবে এবার ঘুরে আসতে পারেন হেনরি আইল্যান্ডে। উইকেন্ড ট্রিপের (weekend trip) জন্য এর চেয়ে ভালো জায়গার হদিশ পাওয়া বেশ দুষ্কর। সপ্তাহান্তে ছুটি কাটাতে হলে এজায়গা একেবারে পারফেক্ট চয়েজ। বঙ্গোপসাগর ঘেরা এই সমুদ্রতট আপনাকে অনাবিল এক আনন্দের খোঁজ এনে দেবে। কোলাহলমুক্ত নিরিবিলি এই পরিবেশ আপনাকে কয়েক ঘণ্টার জন্য নৈঃস্বর্গিক এক সুখের অনুভূতি এনে দেবে। হাতে দেড় থেকে দু'দিন সময় বের করে নিলেই কেল্লাফতে। ঝটিকা সফরে ঘুরে আসতে পারেন এই সমুদ্রতটে।

কীভাবে যাবেন হেনরি আইল্যান্ডে?

কলকাতার দিক থেকে গেলে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে অথবা ধর্মতলা থেকে বাসে পৌঁছে যেতে হবে নামখানায়। আগে নামখানা থেকে বকখালি (weekend trips) বা হেনরি আইল্যান্ডে যেতে গেলে হাতানিয়া-দোয়ানিয়া নদী পেরিয়ে যেতে হতো। তবে এখন সেই সমস্যা মিটে গেছে। নদীর উপর থেকে ব্রিজ তৈরি হয়ে গেছে। এখন নামখানা স্টেশন থেকেই বকখালি বা হেনরি আইল্যান্ডে যাওয়ার গাড়ি মিলবে।

আরও পড়ুন- ‘দাঁতফোকলা’ বলেছিলেন শুভেন্দু! ‘বদলা’ নিতে রাষ্ট্রপতিকে নিয়ে এটা কী বললেন তৃণমূলের মন্ত্রী?

হেনরি আইল্যান্ডে থাকার বন্দোবস্ত কী?

কয়েক বছর আগেও এখানে থাকার তেমন কোনও বন্দোবস্ত সেভাবে ছিল না। বকখালি থেকে গিয়ে ফের ফিরে আসতে হতো। কারণ সেই সময় সব হোটেল বা থাকার জায়গার বন্দোবস্ত বকখালি, ফ্রেজারগঞ্জেই ছিল। তবে এখন সেই সমস্যা মিটেছে। হেনরি আইল্যান্ডেই মৎস্য দফতরের কটেজ রয়েছে। এছাড়াও বেসরকারি কয়েকটি হোটেলও আছে। নামমাত্র খরচেই সেখানে থেকে যেতে পারেন। কোনও হোটেলে থাকা-খাওয়া সমেত মাথাপিছু কমবেশি ১ হাজার টাকা করে নেয়। কোনও হোটেলে আবার শুধুই থাকার বন্দোবস্ত রয়েছে। এক্ষেত্রে খাওয়ার খরচ কিন্তু আলাদা দিতে হবে। তবে হেনরি আইল্যান্ডে হোটেল ভাড়া কম-বেশি হাজারের মধ্যেই।

হেনরি আইল্যান্ডে কী দেখবেন?

কলকাতার এত কাছে চোখ জুড়নো এই সমুদ্র সৈকত একবার দেখলে সারাজীবনের মতো অমলিন এক স্মৃতি হয়ে থাকবে। নির্জন এই সমুদ্র সৈকত ঘিরে সবুজের সমাহার আপনার হৃদয়ে ঢেউ তুলবে। গভীর ম্যানগ্রোভ অরণ্যে চোখ রাখলেই নজরে পড়বে সুন্দরী, গরান, গেঁওয়া। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি অন্যদিকে ঝাউবন আর ম্যানগ্রোভের মিশেল আপনাকে সতেজ করে তুলবে। তাই দিঘা, মন্দারমণি তো অনেক গেলেন, এবার মাত্র দিন দু'য়েকের ছুটি নিয়েই বেরিয়ে আসুন হেনরি আইল্যান্ডে।

Tourist Spot tourism West Bengal kolkata
Advertisment