Body found:তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Jagaddal murder case: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে।

Jagaddal murder case: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagaddal murder case  ,decomposed body found,  accused in TMC worker murder,  missing for four days,  Rahuta area, Jagaddal  ,Basudevpur police station  ,suspicion of revenge killing,  autopsy ordered,জগদ্দল হত্যা মামলা,  পচাগলা মৃতদেহ উদ্ধার,  তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত,  চার দিনের নিখোঁজ,  রাহুতা এলাকা, জগদ্দল  ,বাসুদেবপুর থানার পুলিশ,  খুনের বদলা সন্দেহ,  ময়নাতদন্ত হয়

Jagaddal Police Station: জগদ্দল থানা।

TMC worker murder Case: তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার জগদ্দলে দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। রাহুতা এলাকার একটি খাল থেকে সাহেব নামে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisment

উল্লেখ্য, জগদ্দলের রাহুতা এলাকার এক তৃণমূলকর্মী হীরা কুরেশি খুন হন। হীরা কুরেশি খুনে অন্যতম অভিযুক্ত ছিল নিহত সাহেব। ঘটনার পর থেকে সাহেবের খোঁজ মিলছিল না। শেষমেষ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি খাল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। 

 West Bengal News Live Updates:জেলে যাবেন জেলমন্ত্রী? প্রাথমিকে নিয়োগ দুর্নীতির চন্দ্রনাথ সিনহার মামলার শুনানি আজ

Advertisment

অনেকের অনুমান, খুন করে কেউ বা কারা সাহেবের দেহ ওই খালের মধ্যে ফেলে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার CCTV ফুটেজ।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভাটপাড়ার মাংস ব্যবসায়ী হীরা কুরেশির দেহ উদ্ধার হয়েছিল কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে। তার শরীরের একাধিক অংশে ছিল আঘাতের চিহ্ন। পুরনো কোনও শত্রুতার জেরেই হীরা কুরেশিকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

আরও পড়ুন- Kolkata Weather Update:পুজোর মুখে ফের নিম্নচাপের আশঙ্কা বাড়ছে, কাল মহালয়া থেকেই প্রবল বৃষ্টি জেলায়-জেলায়?

হীরা খুনে এই সাহেবের নাম পায় পুলিশ। তবে হীরা খুনের পর থেকে সাহেবের খোঁজ মিলছিল না। শেষমেষ ঘটনার চার দিনের মাথায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খাল থেকে মিলল ওই সাহেবের পচাগালা দেহ। খুনের বদলা খুন? কেউ কেউ বলছেন সে কথাই। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে চলেছে।

police North 24 Pargana Body Found