/indian-express-bangla/media/media_files/2025/09/20/jagaddal-2025-09-20-10-42-05.jpg)
Jagaddal Police Station: জগদ্দল থানা।
TMC worker murder Case: তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার জগদ্দলে দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। রাহুতা এলাকার একটি খাল থেকে সাহেব নামে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, জগদ্দলের রাহুতা এলাকার এক তৃণমূলকর্মী হীরা কুরেশি খুন হন। হীরা কুরেশি খুনে অন্যতম অভিযুক্ত ছিল নিহত সাহেব। ঘটনার পর থেকে সাহেবের খোঁজ মিলছিল না। শেষমেষ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি খাল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়েছে।
অনেকের অনুমান, খুন করে কেউ বা কারা সাহেবের দেহ ওই খালের মধ্যে ফেলে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার CCTV ফুটেজ।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভাটপাড়ার মাংস ব্যবসায়ী হীরা কুরেশির দেহ উদ্ধার হয়েছিল কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে। তার শরীরের একাধিক অংশে ছিল আঘাতের চিহ্ন। পুরনো কোনও শত্রুতার জেরেই হীরা কুরেশিকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।
হীরা খুনে এই সাহেবের নাম পায় পুলিশ। তবে হীরা খুনের পর থেকে সাহেবের খোঁজ মিলছিল না। শেষমেষ ঘটনার চার দিনের মাথায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খাল থেকে মিলল ওই সাহেবের পচাগালা দেহ। খুনের বদলা খুন? কেউ কেউ বলছেন সে কথাই। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে চলেছে।