Kolkata Weather Update:পুজোর মুখে ফের নিম্নচাপের আশঙ্কা বাড়ছে, কাল মহালয়া থেকেই প্রবল বৃষ্টি জেলায়-জেলায়?

West Bengal Weather Forecast 20 September 2025: শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ।

West Bengal Weather Forecast 20 September 2025: শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Low depression,durga puja weather 2024, আবহাওযার পূর্বাভাস, দুর্গাপুজোর আবহাওয়া ২০২৪

Kolkata Weather Update:আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Bengal Weather Update: পুজোর আগে এটাই শেষ শনিবার। আজ উইকেন্ডেও বৃষ্টি পিছু ছাড়বেনা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, সবচেয়ে আশঙ্কার কথা হল পুজোর ঠিক মুখে অর্থাৎ ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ফের আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর সেটা হলে লাগাতার বৃষ্টিতে ভেস্তে যেতে পারে পুজোর আনন্দ।

Advertisment

পুজোর মুখে নিম্নচাপ তৈরি হলে তার কী প্রভাব?

জানা গিয়েছে, পুজোর ঠিক আগে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটা হলে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টির দাপট থাকবে। এমনকী কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। পুজোর ক'দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি।

আরও পড়ুন- Adhir Chowdhury: 'আদিবাসী সমাজ পুলিশে আস্থা হারাচ্ছে', রামপুরহাটে ছাত্রী খুনে সোচ্চার অধীর

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে আছে শনিবারেও বৃষ্টি কিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল মহালয়ার দিনেও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, নদীয়ার মতো জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।

আরও পড়ুন-Malda news:এ যেন মরার উপর খাঁড়ার ঘা! বানভাসিদের ওপর ঝাঁপিয়ে পড়ল বন্য শুকরের দল! পরের ঘটনা জানলে...

কলকাতার ওয়েদার আপডেট 

শনিবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ।। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন-Primary Teachers: চাকরি হারানোর ঘোরতর আশঙ্কায় লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকও! রাজ্যের পর কেন্দ্রের হস্তক্ষেপ দাবি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের পরিস্থিতি কিন্তু ভিন্ন। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও থাকবে বৃষ্টির দাপট।

Kolkata Weather Bengal Weather Forecast Alipore Weather Office