Advertisment

Digha: দিঘায় রচনার পথে সোনালী ইতিহাস! পর্যটকদের স্বার্থেই যুগান্তকারী এই সৃষ্টি আত্মপ্রকাশের পালা…

Digha: রাজ্যের সমুদ্র নগরী বলে পরিচিত পূর্ব মেদিবীপুরের দিঘা। দিঘাকে ঢেলে সাজাতে গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। পর্যটকদের মবোরঞ্জনে দিঘায় একের এক বন্দোবস্ত হয়েছে। এবার সৈকতনগরীতে আরও এক যুগান্তকারী সৃষ্টি আত্মপ্রকাশের পথে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
This route will cost only 45 rupees to go from Howrah to Digha, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দিঘায়

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Digha: পুরীর (Puri) আদলে দিঘায় (Digha) তৈরি করা হচ্ছে একটি জগন্নাথ মন্দির (Jagannath Temple)। চলতি বছরের এপ্রিল মাসে এই মন্দিরটির উদ্বোধনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ঘোষণার পরপরই চূড়ান্ত তোড়জোড় পড়ে যায় প্রশাসনিক মহলে। তবে এরই মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ায় থমকে যায় উদ্বোধনের পর্ব। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে।

Advertisment

আগামী ৭ ই জুলাই রথযাত্রা উৎসব। প্রতি বছর রথ চলে। এবারেও রথ চলবে। নতুনভাবে বড় আকারে একটি রথ নির্মাণের কাজ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। রথযাত্রার আগেই কি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে? তার সঠিক উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি।

স্থানীয় বিধায়ক তথা রাজ্যে কারা মন্ত্রী অখিল গিরি বলেন, "মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিনই মন্দিরের উদ্বোধন হবে। প্রতিবছর এখানে রথ উৎসব হয়ে থাকে। এবারেও হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষনার পরেই মন্দির উদ্বোধন হবে।"

আরও পড়ুন- Rituparna Sengupta: টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ED-র তলব! হঠাৎ কেন এই ডাক জানেন?

দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই চলে জমির খোঁজ। অবশেষে নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দিঘস ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই মন্দিরের কাজ প্রায় শেষের পথে।

আরও পড়ুন- Puri: বাঙালি পর্যটকে ঠাসা পুরীতে মর্মান্তিক ‘বিপর্যয়’! হাহাকার, চোখে জল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্দিরটি তৈরির জন্য কত টাকা খরচ হচ্ছে? জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ২০১৮ সালে এই মন্দির তৈরির ঘোষণা করেছিল রাজ্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা একই থাকছে।

West Bengal Jagannath Temple Rath yatra Digha
Advertisment