Elephant chased away by bulldozer: বুনো হাতি তাড়াতে বুলডোজার! যন্ত্র বনাম বন্য জন্তুর লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। বুলডোজারের উপর হামলা করতে গিয়ে বুনো হাতি আহত হয়। যার জেরে বুলডোজার চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বুলডোজারটিও। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডামডিমে এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে বন্যপ্রাণীর নিরাপত্তা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক হাতিকে প্রথমে পাথর ছুড়ে তাড়ানোর চেষ্টা করছেন স্থানীয়রা। তাতেও কাজ না হওয়ায় শেষে বুলডোজার দিয়ে তাড়ানোর চেষ্টা হয় হাতিকে। বুলডোজারের উপর তেড়ে এসে হামলা করে হাতি। তাতে বুলডোজার উল্টে যাওয়ার জোগাড় হয়েছিল। শেষপর্যন্ত যন্ত্রের কাছে হার মেনে রণে ভঙ্গ দেয় হাতি। পালিয়ে যায় সেখান থেকে। গত শনিবার এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা। গরুমারা বন্যপ্রাণ ডিভিশনের বিভাগীয় বন আধিকারিক দ্বিজপ্রতীম সেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, 'দুর্ভাগ্যজনক ঘটনাটি গত শনিবারের। উন্মত্ত জনতা হাতিকে তাড়া করে। বুলডোজার দিয়ে তাড়ানোর চেষ্টা হয় হাতিকে। হাতিটি যন্ত্রের উপর ঝাঁপিয়ে পড়ে আহত হয়।'
আরও পড়ুন বিধায়কের গাড়িতে প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশের জালে এক, কী কারণে টার্গেট? খতিয়ে দেখছে পুলিশ
তিনি আরও বলেছেন, 'পরে বুলডোজারটি আটক করা হয় এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারা ৯ এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২২১-এ চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।' বন আধিকারিকদের মতে, বৈকুণ্ঠপুর এলাকার কাছাকাছি জঙ্গলে হাতিটিকে দেখা গেছে। সোমবার একটি একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে আহত হাতির স্বাস্থ্য পরীক্ষার জন্য।
উল্লেখ্য, কয়েক মাস আগে জঙ্গলমহলে একটি গর্ভবতী হাতিকে জ্বলন্ত বর্ষা দিয়ে হত্যার ঘটনা শিরোনামে আসে। গত বছর স্বাধীনতা দিবসে ঝাড়গ্রামে ওই গর্ভবতী হাতিকে তাড়াতে জ্বলন্ত বল্লম ব্যবহার করা হয়। বন দফতরের বিরুদ্ধে সেই সময় বিস্তর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর থেকে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে তৈরি হুলা পার্টির প্রশিক্ষণের কথা ঘোষণা করে।