/indian-express-bangla/media/media_files/2025/08/17/cloudburst-in-jammu-and-kashmirs-kathua-2025-08-17-13-06-24.jpg)
প্রকৃতির ধ্বংসলীলা!
Cloudburst in Jammu and Kashmir's Kathua: চলছে ধ্বংসলীলা! কিস্তওয়ারের ভয়ঙ্কর বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই জম্মু-কাশ্মীরে ফের মেঘভাঙা বৃষ্টির জেরে নামল হড়পা বান। কাঠুয়া জেলায় রাতারাতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলা মুষলধারে বৃষ্টিতে ভেসে গিয়েছে গ্রাম-শহরের একাংশ। খবর অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও কয়েকজন জলের স্রোতে ভেসে গিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঠুয়ার জোধ ঘাট এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে ভেসে যায় বেশ কয়েকটি বাড়ি। প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক ও রেললাইনের একাংশ। ইতিমধ্যে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, এনডিআরএফ, এসডিআরএফ ও প্যারামিলিটারি।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র যাদব জানিয়েছেন, হড়পা বানের ফলে জাতীয় সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গ্রামবাসী গৃহহীন হয়ে পড়েছেন। প্রশাসন দ্রুত উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মনোজ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কাঠুয়ার এই বিপর্যয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সর্বাত্মক সাহায্য করা হবে। ইতিমধ্যেই এনডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি, কিস্তওয়ার জেলায় কয়েক দিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। ১৬৭ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।