Jammu kashmir Cloudburst: প্রকৃতির তান্ডবলীলা, মৃত্যুমিছিল...! উপত্যকা জুড়ে শোকের ছায়া

Jammu kashmir Cloudburst: প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে।

Jammu kashmir Cloudburst: প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

মেঘ-ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের

Jammu kashmir Cloudburst: জম্মু কাশ্মীরের কিশতোয়ারের  চোসিতি এলাকায় মেঘ-ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে। 

Advertisment

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, "কিশতোয়ারে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার গভির সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধার ও ত্রাণ কার্য দ্রুত সম্পন্ন করতে করতে পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফকে নির্দেশ দেওয়া হয়েছে।"

আবহাওয়া দফতর ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করেছে। আগামী ৪-৬ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি,দমকা হাওয়া বইতে পারে। কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, শ্রীনগর, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশতোয়ারের পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

কত ভুয়ো ভোটার অভিষেকের ডায়মন্ড হারবার আসনে? বিজেপি নেতার বিস্ফোরক দাবি, উত্তাল বাংলা

Jammu-Kashmir