/indian-express-bangla/media/media_files/2025/08/14/cats-2025-08-14-15-08-33.jpg)
মেঘ-ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের
Jammu kashmir Cloudburst: জম্মু কাশ্মীরের কিশতোয়ারের চোসিতি এলাকায় মেঘ-ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, "কিশতোয়ারে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার গভির সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধার ও ত্রাণ কার্য দ্রুত সম্পন্ন করতে করতে পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফকে নির্দেশ দেওয়া হয়েছে।"
আবহাওয়া দফতর ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করেছে। আগামী ৪-৬ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি,দমকা হাওয়া বইতে পারে। কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, শ্রীনগর, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশতোয়ারের পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।