Abhishek Banerjee: কত ভুয়ো ভোটার অভিষেকের ডায়মন্ড হারবার আসনে? বিজেপি নেতার বিস্ফোরক দাবি, উত্তাল বাংলা

Abhishek Banerjee: একদিকে যখন SIR নিয়ে উত্তাল দেশ!ভোটার তালিকায় বিশেষ সংশোধন বাতিলের বিরোধী সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করছেন ঠিক তখনই বিরোধী নেতাদের একাধিক আসনে ভোটার তালিকায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলল বিজেপি।

Abhishek Banerjee: একদিকে যখন SIR নিয়ে উত্তাল দেশ!ভোটার তালিকায় বিশেষ সংশোধন বাতিলের বিরোধী সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করছেন ঠিক তখনই বিরোধী নেতাদের একাধিক আসনে ভোটার তালিকায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলল বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
voter list irregularities

কত ভুয়ো ভোটার অভিষেকের ডায়মন্ডহারবার আসনে? বিজেপি নেতার বিস্ফোরক দাবি, উত্তাল বাংলা

Abhishek Banerjee: একদিকে যখন SIR নিয়ে উত্তাল দেশ!ভোটার তালিকায় বিশেষ সংশোধন বাতিলের বিরোধী সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করছেন ঠিক তখনই বিরোধী নেতাদের একাধিক আসনে ভোটার তালিকায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলল বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দাবি করেন, রাহুল গান্ধীর রায়বেরেলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার, অখিলেশ যাদবের কন্নৌজ সহ একাধিক আসনে "ভোট চুরি"র ঘটনা ঘটেছে।

Advertisment

নারীর ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল! কন্যাশ্রী দিবসে প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

অনুরাগ ঠাকুরের অভিযোগ, ভোটার তালিকায় রয়েছে বিপুল সংখ্যক নকল ভোটার, ভুয়ো ঠিকানা, একাধিক পরিচয়। তিনি জানান, রায়বেরেলিতে প্রায় ২.৯৯ লক্ষ, ডায়মন্ড হারবারে ২.৬৯ লক্ষ, কন্নৌজে ২.৫১ লক্ষ, মইনপুরী ২.৫৫ লক্ষ, ওয়ায়ানাডে ৯৩,৪৯৯ এবং তামিলনাড়ুর কোলাথুরে প্রায় ১৯,৭৭৬ সন্দেহভাজন ভোটার রয়েছে।

Advertisment

ডায়মন্ড হারবারে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধির অভিযোগ তুলে অনুরাগ ঠাকুর বুধবার দাবি করেন, গত চার বছরে ডায়মন্ড হারবারের ৩০১টি বুথে ভোটারের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। শুধু তাই নয়, ফলতায় ভোটার বৃদ্ধি ১৭ শতাংশ, বিষ্ণুপুরে ৫২ শতাংশ, মহেশতলায় ৮৯ শতাংশ এবং বজবজে ৩২ শতাংশ। ঠাকুরের কটাক্ষ, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখুন ডায়মন্ড হারবারে কী হচ্ছে। ওখানে তো আপনার সরকার, সরকারি কর্মীরাও আপনার সরকারের অধীনে কাজ করছেন।  তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ২,৫৯,৭৭৯ জন সন্দেহভাজন ভোটার রয়েছেন। তাঁর দাবি, এই সন্দেহভাজন ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবারও ‘রাত দখল’, 'রাতভর' মশাল মিছিল, ন্যায় বিচারের দাবিতে ফের রাজপথে জনগর্জন

রাহুল গান্ধীর বিজেপি–নির্বাচন কমিশন যোগসাজশের অভিযোগের প্রেক্ষিপ্তে এদিন পাল্টা জবাবও দেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “কংগ্রেসের শাসনকালেই নির্বাচন কমিশন  'দখল' করা হয়েছিল।” এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা ও এম এস গিলের উদাহরণ টেনে ঠাকুরের মন্তব্য, অবসর গ্রহণের পর এম এস গিলকে কংগ্রেস রাজ্যসভায় পাঠায় এবং মনমোহন সিং সরকারের মন্ত্রী করে।

abhishek banerjee Anurag Thakur