Advertisment

TMC: 'আগে খেতে পেত না, এখন দু-তিন তলা বাড়ি', TMC বিধায়কের রোষে দলেরই কাউন্সিলররা

Musrshidabad: এদিকে খোদ শাসকদলের বিধায়কের মুখে এমন কথা শোনার পর ময়দানে নেমে পড়েছে বিরোধীরাও। তাঁদের অভিযোগ, তৃণমূলের কাউন্সিলরদের একাংশের দুর্নীতি নিয়ে তাঁরা আগেই সোচ্চার হয়েছিলেন। এবার খোদ তৃণমূল বিধায়কই সোচ্চার হলেন। তবে এক্ষেত্রে লাভের লাভ কিছু হবে বলে তাঁরা মনে করেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mp sougata roy on sandeshkhali issue

বর্ষীয়ান তৃণমূল সাংসদের বক্তব্যে তোলপাড়।

Musrshidabad: এবার দলেরই একাংশের কাউন্সিলরদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠলেন দাপুটে তৃণমূল বিধায়ক (TMC Mla)। দলের বৈঠকে শাসক শিবিরেরই একাধিক কাউন্সিলর তাঁর রোষের মুখে পড়েছেন। এমনকী এব্যাপারে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের (Jangipur) তৃণমূল বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)।

Advertisment

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কথায়, "অনেক কাউন্সিলর দু'তলা, তিনতলা বাড়ি করেছে। একটা সময় ওদেরই খাওয়া জুটত না। তার মানে এটাই, যে তাঁরা দু-নম্বরি করেছেন। তাঁদের বিরুদ্ধে আমি কমপ্লেন করব।"

গত কয়েক বছরে রাজ্যের শাসকদল তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে গরু (Cow Smuggling), কয়লা (Coal Smugling), বালি (Sand Smuggling), নিয়োগ দুর্নীতিতে (Job Scam)। এমনকী অভিযুক্ত হিসেবে শাসকদলের তাবড় নেতা-মন্ত্রী আজও শ্রীঘরে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন- Bhangar-ISF-TMC: ভোটের মুখে ভাঙড়ে ‘বাম্পার-স্ট্রোক’ তৃণমূলের, দলে-দলে ISF কর্মীরা ভিড়লেন জোড়াফুলে

এখনও বেশ কয়েকটি দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা-মন্ত্রী। এই আবহে শাসকদলেরই একজন বিধায়কের দলের একাংশের কাউন্সিলরদের প্রতি এমন বার্তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

আরও পড়ুন- Book Fair: একটি বইয়েই চাহিদার জনবিস্ফোরণ! অবাক বিক্রিতে হতভম্ব বাঘা-বাঘা প্রকাশনা সংস্থা

এদিকে, শাসকদলের এক বিধায়কের মুখে এমন কথা শুনে পাল্টা টিপ্পনিও ছুঁড়তে দেরি করেনি বিরোধীরা। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল বিভিন্নভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাঁদের দলের তরফেও একাধিকবার এমন অভিযোগ আনা হয়েছে। এবার খোদ তৃণমূলের বিধায়কই দলের একাংশকে কাঠগড়ায় তুলে তাঁদের অভিযোগকেই মান্যতা দিয়েছেন।

আরও পড়ুন- Museum: অভূতপূর্ব কর্মকাণ্ডে অবিস্মরণীয় নজির! বাংলার সোনালী অতীত ছুঁয়ে দেখতে ঢল বিদেশিদেরও

tmc Murshidabad West Bengal Jakir Hossain
Advertisment