Kolkata Metro: অতীত ছাপিয়ে রেকর্ড সাফল্যে নয়া নজির, নয়া ইতিহাস গড়ে চমকে দিল কলকাতা মেট্রো

Kolkata Metro: চলতি বছরের সেপ্টেম্বরে ৮০,০০০-রও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে, যেখানে আগস্টে এই সংখ্যা ছিল ৫০,০০০-এর বেশি।

Kolkata Metro: চলতি বছরের সেপ্টেম্বরে ৮০,০০০-রও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে, যেখানে আগস্টে এই সংখ্যা ছিল ৫০,০০০-এর বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro,East West Metro,East West Metro services will be closed for 8 days in two phases,আজ থেকে দু'দফায় বন্ধ মেট্রো চলাচল,ইস্ট ওয়েস্ট মেট্রো,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো

Kolkata Metro: দুর্গাপুজোয় আরও এক নজির গড়ল কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা মেট্রো যাত্রী পরিবহনে নতুন রেকর্ড গড়েছে। এই সময়ে সবকটি মেট্রো  করিডর মিলিয়ে ৪৬.৫৬ লক্ষেরও বেশি যাত্রী মেট্রো ব্যবহার করেছেন। এর মধ্যে সর্বাধিক যাত্রী উঠেছে কালীঘাট মেট্রো স্টেশনে—৪.০৬ লক্ষেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে দমদম (৩.৯৫ লক্ষেরও বেশি) এবং তৃতীয় স্থানে শোভাবাজার-সুতানুটি (২.৮৮ লক্ষেরও বেশি)।

Advertisment

আরও পড়ুন-রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা!

গ্রিন লাইনের শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ২.৬৮ লক্ষের বেশি এবং হাওড়া মেট্রো স্টেশনে ২.৬৫ লক্ষেরও বেশি। গণ পরিবহনে যাত্রীদের কাছে যে প্রথম পছন্দ তা আরও একবার প্রমাণ হল। বিশেষ করে শিয়ালদহ ও হাওড়া মেট্রোর যাত্রী পরিসংখ্যান প্রমাণ করছে, শহরতলির যাত্রীরাও ক্রমশ মেট্রোর উপর নির্ভর করছেন।

Advertisment

যাত্রী সংখ্যার বিচারে এরপরের পাঁচটি স্টেশন হল—এসপ্ল্যানেড (২.৫৭ লক্ষ), রবীন্দ্র সরোবর (১.৮৫ লক্ষ), দক্ষিণেশ্বর (১.৮১ লক্ষ), শ্যামবাজার (১.৭৪ লক্ষ) এবং বেলগাছিয়া (১.৬৫ লক্ষ)।

ডিজিটাল টিকিটিং ব্যবস্থার পুজোর সময়  ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলেই মেট্রো সূত্রে খবর। পঞ্চমী থেকে দশমীর মধ্যে ৫.০১ লক্ষেরও বেশি যাত্রী আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করেছেন। একই সময়ে ১৮,৪৯৮টি নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং ১.৫৯ লক্ষ স্মার্ট কার্ড নতুন স্কিমে ১০ বছরের জন্য পুনঃনবীকরণ করা হয়েছে। টিকিট কাউন্টারের ভিড় কমাতে এই ব্যবস্থা বিশেষ ভূমিকা নিয়েছে। এছাড়া এই সময়ে ৬৪৬টি ট্যুরিস্ট স্মার্ট কার্ডও বিক্রি হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ৮০,০০০-রও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে, যেখানে আগস্টে এই সংখ্যা ছিল ৫০,০০০-এর বেশি। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের বারে বারে অনুরোধ করেছে, বুকিং কাউন্টারের ভিড় এড়াতে অগ্রিম আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করতে এবং স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করতে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

আরও পড়ুন-আপনার রাশি অনুসারে কিনুন এই শুভ জিনিস, ধন-সম্পদে ভরে উঠবে আপনার জীবন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন

Metro kolkata