/indian-express-bangla/media/media_files/2025/05/15/VhRmaDsktanUDTil96ZX.jpg)
(প্রতীকী ছবি)
জাপানে ফ্লু মহামারির আঘাত! আক্রান্ত হাজার হাজার, শতাধিক স্কুল বন্ধের ঘোষণা।
জাপানে ফের ছড়িয়ে পড়েছে ফ্লু মহামারি। মৌসুমের নির্ধারিত সময়ের পাঁচ সপ্তাহ আগেই সংক্রমণের জেরে দেশজুড়ে জরুরি সতর্কতা ঘোষণা করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই ৪,০০০-রও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্তত ১৩৫টি স্কুল ও চাইল্ড কেয়ার ইউনিট অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে সংক্রমণ রুখতে। হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধির ফলে হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আবারও প্রবল চাপের মুখে পড়েছেন — কোভিড-১৯ মহামারির সময়ের মতোই।
জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত দেশে ৪,০০০ জনেরও বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় চার গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এবারের উদ্বেগের বিষয় শুধু সময় নয়, সংক্রমণের তীব্রতাও। সেদেশের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন “এ বছর ফ্লু মরসুম খুব আগেই শুরু হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এটি ভবিষ্যতে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।” তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন টিকা নেওয়া, নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ বোধ করলে ঘরে থাকার।বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসটি হয়তো আগের তুলনায় দ্রুত পরিবর্তিত হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানে গড়ে ১.০৪ জন রোগী পাওয়া গেছে, যা মহামারির সীমা অতিক্রম করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে ওকিনাওয়া, টোকিও ও কাগোশিমা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শিশু, প্রবীণ এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের অবিলম্বে টিকা নেওয়া উচিত। অধ্যাপক তসুকামোতো বলেন, “সুস্থ ব্যক্তিদের জন্য ফ্লু কষ্টদায়ক হলেও বিপজ্জনক নয়, কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য সময়মতো টিকাকরণ অত্যন্ত জরুরি।”
আরও পড়ুন- দমকা হাওয়া-মুর্হুমুর্হু বাজ? আজ রবিবার দুপুর গড়াতেই খেলা দেখাবে আবহাওয়া? রইল বিরাট আপডেট
দেশের বিভিন্ন হাসপাতালে আবারও ভিড় দেখা দিয়েছে। চিকিৎসক ও নার্সের ঘাটতি তৈরি হয়েছে। যদিও এখনো দেশজুড়ে কোনো বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি, সরকার সতর্ক রয়েছে। বিদেশি পর্যটকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। “মাস্ক পরা, নিয়মিত হাত ধোওয়া এবং ভিড় এড়িয়ে চলা সংক্রমণ প্রতিরোধে কার্যকর হতে পারে।”বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খনও পর্যন্ত জাপানে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়নি, তবে পর্যটকদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।