/indian-express-bangla/media/media_files/2025/10/12/cats-2025-10-12-21-30-14.jpg)
News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Todays Top Breaking News Updates:ছুটির সন্ধ্যায় বিরাট দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকতেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে গুরুতর আহত কমপক্ষে ১০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে আপাতত তাদের সকলের অবস্থায় স্থিতিশীল। ঘটনার পর তড়িঘড়ি আহতদের দেখতে হাসপাতালে দেখতে ছুটে আসেন বিধায়ক খোকন দাস। ঘটনাকে ঘিরে বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেন ঢোকার সময় প্ল্যাটফর্মে ভিড় বেড়ে যায়। সেই ভিড়ের মধ্যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একাধিক যাত্রী পড়ে যান এবং তাতেই ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় রেলের তরফে গাফিলতির অভিযোগ সামনে এসেছে।
'অনুরোধ করব রাতে না বেরোতে', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি মমতা সরকারের সঙ্গে তালিবান শাসনের তুলনা টেনে বলেন, আপনি বলছেন মেয়েটি সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাইরে গিয়েছিল, অনুরোধ করব মিথ্যা বলবেন না। মেয়েটি রাতের খাবার খেতে বাইরে গিয়েছিল। সেটা রাত সাড়ে সাতটা-আটটা হবে। বাংলায় রাত সাড়ে ১২টার পর কী বেরনো যাবে না? ডাক্তার নার্স, আইটি প্রফেশানাল যারা নাইট ডিউটি করেন তারা রাতে বাইরে বেরোবে না? এই ধরণের তালিবানি মানসিকতাকে ধিক্কার জানাই। বাংলার মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার নয়, তারা সম্মান চায়। আপনি সবসময় ধর্ষকদের পক্ষে কথা বলেন। কারণ সকলেই টিএমসি ক্যাডার, ২৬ এ বাংলার মহিলারা এই অপমানের জবাব দেবে"।
দুর্গাপুরের মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী।"বেসরকারি কলেজের ঘটনা পুলিশ দেখছে। দুর্গাপুর কান্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে তিনি বলেন, "তিন জনকে গ্রেফতার করা হয়েছে। যে কোন ঘটনা ঘটলে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমরা কোন কেসকে সাপোর্ট করি না। বাংলায় এই ধরণের ঘটনার ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দেবে না। আমি পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতেও এই ধরণের ঘটনা ঘটছে তারা কী অ্যাকশন নিয়েছে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী"?
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। একাধিক স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করেছে। এর আগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, আজই তাদের আদালতে পেশ করা হবে। এই গ্রেফতারের পরই মামলার তদন্ত আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে বিবৃতির দাবি জানাল বিজেপি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন নৃশংস ঘটনায় কমিশন নীরব কেন? রাজ্যের নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। আমাদের সবাই পথে নামবে। নারী সুরক্ষা নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, ভবিষ্যতেও করব। বাংলার মা–বোনরা ঐক্যবদ্ধ হোন। বাংলায় কোনও মহিলা সুরক্ষিত নন। মা–বোনরা দেবী দুর্গার ভূমিকা নিন।” শুভেন্দু দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তনী করাই একমাত্র রাস্তা। না–হলে কামদুনি থেকে দুর্গাপুর, এ ধরনের ঘটনা চলতেই থাকবে।” এরপরই শুভেন্দুর সংযোজন ‘উত্তরপ্রদেশ মডেল হওয়া উচিত। আমি বলব, জমা নিয়েই খরচ করা উচিত। ধর তক্তা মার পেরেক। যা বোঝার বুঝে নিন। আমাদের ক্ষমতায় আনুন, যা করার করে দেখাব।’এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি দুর্গাপুরের গণধর্ষণ ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স (X)-এক্টি পোস্ট করে তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন।” মুখ্যমন্ত্রী আরও জানান, তার সরকার নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে সবরকমের সহযোগিতা করবে।
আরও পড়ুন-রাজ্যে এমবিবিএস ছাত্রী গণধর্ষণকাণ্ডে আটক সহপাঠী, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
রাজ্যে আপাতত শুরু হচ্ছে না ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতরের সূত্রে জানা গেছে, এই বিশেষ কার্যক্রম নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোর পর থেকেই টানা উৎসবের মরসুমে রয়েছে রাজ্য। তিনি বলেন, “অক্টোবরে দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজো রয়েছে। ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের টানা ছুটি চলছে। এই সময়ে SIR কার্যক্রম শুরু করা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে, পুজোর পরই এটি চালু করা হবে।” তবে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর দুই দিনের রাজ্য সফরের পর কমিশন উদ্বেগ প্রকাশ করেছে কাজের গতি নিয়ে। তিনি বলেন, “SIR গোটা দেশজুড়ে চলছে। অন্যান্য রাজ্য কাজ শেষ করেছে বা শেষের পথে। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়লে জাতীয় পর্যায়ে জটিলতা তৈরি হবে। তাই সাত দিনের বেশি বিলম্ব কোনভাবেই মেনে নেওয়া যাবে না।”
আরও পড়ুন- ইটবৃষ্টি, মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, তোলপাড় ফেলা ঘটনায় বিরাট 'অ্যাকশন' পুলিশের
- Oct 12, 2025 17:22 IST
West Bengal News Live Updates: পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর
আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বিভিন্ন দিক খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, জেলাশাসক এবং জনপ্রতিনিধিরা।
- Oct 12, 2025 17:20 IST
West Bengal News Live Updates: কাঁটাতারের বেড়া দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
কাঁটাতারের বেড়া দেওয়ার প্রতিবাদে সাগরপাড়া সীমান্তে গ্রামবাসীদের বিক্ষোভ। রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চকমথুরা,সিংপাড়া সীমান্তে উত্তেজনার সৃষ্টি। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের ফলে কাজ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ,জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া না দিয়ে অনেক ওপরে গ্রামের মধ্যে দিয়ে বেড়া দেওয়ার কাজ হচ্ছে। এতে আমাদের চাষের জমি কাঁটাতারের ওপারে পড়ে যাচ্ছে। এতে সমস্যা অনেক। পাশাপাশি ঘন ঘন গেট রাখার দাবিও তোলা হয়। গ্রামবাসীরা আরো জানান,এখন থেকে আমরা চাষীরা ইচ্ছেমত জমিতে চাষাবাদ করতে যেতে পারবো না। সময়ে সময়ে যেতে পারবো। এটা কেন হবে ? অবিলম্বে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া হোক। রবিবার সকালে চকমথুরা এলাকার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিকরা। বিএসএফের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রামবাসী,স্থানীয় প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আলোচনা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে গ্রামবাসীদের দাবি,জিরো পয়েন্টে কাঁটাতার না দিলে কাজ বন্ধ থাকবে।
- Oct 12, 2025 12:59 IST
West Bengal News Live Updates: SIR নিয়ে ব্রেকিং আপডেট
রাজ্যে আপাতত শুরু হচ্ছে না ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অধিকর্তা (CEO)-এর দফতরের সূত্রে জানা গেছে, এই বিশেষ পুনর্বিবেচনা কার্যক্রম নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।
- Oct 12, 2025 12:58 IST
West Bengal News Live Updates: মেডিকেল পড়ুয়া গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন অভিষেক
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যখন মমতা সরকারকে কোনঠাসা করার চেষ্টা করছে বিজেপি তখনই গোটা ঘটনার নিন্দা জানিয়ে অপরাজিতা বিল নিয়ে কেন্দ্রের উদাসীনতার প্রশ্নে বিজেপিকে নিশানা অভিষেক বন্দোপাধ্যায়ের। এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে অভিষেক লিখেছেন, ‘এই ধরণের নৃশংস অপরাধের জন্য প্রয়োজন কঠোর আইন। কিন্তু সেই দায়িত্ব থেকে নরেন্দ্র মোদী সরকার হাত গুটিয়ে নিয়েছে। অপরাজিতা বিল বিধানসভা থেকে পাশ হয়ে এক বছরের বেশি সময় কেটে গেলেও, তা এখনও আইনে পরিণত হল না। এটা ধর্ষকদের প্রতি ও ধর্ষণের মত ঘটনাকে নীরব সমর্থন। অপরাজিতা বিল নিয়ে কেন্দ্রের নীরবতা যা ধর্ষণের মত ঘটনায় সম্মতির সমতুল্য। সমাজের সবচেয়ে অমানবিক মানুষদেরকে আমাদের কন্যা, বোন ও মায়েদের শিকার করতে উৎসাহিত করেছে। “নারী সুরক্ষা” নিয়ে মুখে বড় বড় বুলি আওড়ে বাস্তবে বিল সংস্কারের পথ অবরুদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত নয় তো কি?’
- Oct 12, 2025 12:57 IST
West Bengal News Live Updates:মেডিকেল পড়ুয়া গণধর্ষণকাণ্ডে বিরাট গ্রেফতারি
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রীর এক সহপাঠীকে আটক করেছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতরা সকলেই এলাকারই বাসিন্দা। সকাল থেকেই গ্রামে গ্রামে চলছে তল্লাশি অভিযান। ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি।
- Oct 12, 2025 12:56 IST
West Bengal News Live Updates: দমকা হাওয়া-মুর্হুমুর্হু বাজ? কী আপডেট আবহাওয়ার?
রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। আজকের দিনের তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী চারদিনের মধ্যে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
- Oct 12, 2025 12:56 IST
West Bengal News Live Updates: মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ নথি
পুর নিয়োগ কেলেঙ্কারির মামলায় মন্ত্রী সুজিত বোসের অফিসসহ ১৩টি স্থানে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ নগদ ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। উল্লেখ্য,পুর নিয়োগ কেলেঙ্কারি তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার কলকাতা ও সংলগ্ন ১৩টি স্থানে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে একাধিক ডিজিটাল ডিভাইস এবং নগদ ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, অভিযান চালানো হয় রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক সুজিত বোসের অফিস এবং তার সংস্থার বিভিন্ন প্রাঙ্গণে।
- Oct 12, 2025 12:55 IST
West Bengal News Live Updates: রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, 'প্রমোদের ভ্রমণ', কটাক্ষ শুভেন্দুর
রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরজোমিনে খতিয়ে দেখতেই এদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে তীব্র নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শনিবার তিনি অভিযোগ করেন, প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে উত্তর বঙ্গে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে রবিবার কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ হাসিমারা বায়ুসেনা ছাউনিতে এসে পৌঁছাবেন তিনি। রবিবার বিকেলেই সড়ক পথে শিলিগুড়ি রওনা দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন সোমবার মিরিক যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
- Oct 12, 2025 12:54 IST
West Bengal News Live Updates: ভোটের আগে 'বোমা' ফাটালেন দাপুটে টিএমসি বিধায়ক
বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের পর এবার দলের গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। 'শৃঙ্খলা না থাকলে সেই দল এগোতে পারে না', মন্তব্যে শোরগোল
সৌগত রায়ের দেখানো পথে হেঁটেই বিস্ফোরক মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের। ঠিক কী বলেছেন তিনি? বিজয়া সম্মেলনীতে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়'। পরিবারেও আমরা তাই করি। স্বামী-স্ত্রীর ঝগড়া কোন ভদ্র পরিবার বাইরে আনে না। দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল কোনভাবেই এগোতে পারে না। এদিকে তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।