Jaynagar Child Death: কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার কল্যাণী এইমসে জয়নগরের নির্যাতিতা শিশুর দেহ ময়নাতদন্ত করা হয়। মোমিনপুরের কাটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই নির্যাতিতার দেহ নিয়ে পুলিশের কনভয় রওনা দেয় কল্যাণীর উদ্দেশে। পৌনে ১০টা নাগাদ পৌঁছয় এইমসে। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ওই নাবালিকাকে যৌন নির্যাতন এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
Advertisment
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে জলাভূমিতে নির্যাতিতা শিশুর দেহ উদ্ধার করা হয়। ৯ বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে শনিবার দিনভর অগ্নিগর্ভ ছিল জয়নগর। পুলিশের ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। উন্মত্ত জনতা পুলিশকে তাড়া করে। পরিবার ও গ্রামবাসীদের দাবি, নাবালিকা নিখোঁজ হওয়ার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রথম থেকেই পুলিশের সদিচ্ছার অভাব ছিল বলে অভিযোগ তাঁদের।
শনিবার নাবালিকার দেহ কাটাপুকুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ। সেখানে দফায় দফায় বিক্ষোভ দেয় বাম নেতা-কর্মীরা। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বেও সেখানে পদ্মশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় প্রমাণ লোপাটের অভিযোগে বিক্ষোভ দেখান সিপিএমের দীপ্সিতা ধর। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় সিপিএম কর্মীদের। শেষপর্যন্ত গন্ডগোলের জেরে শনিবার ময়নাতদন্ত করা যায়নি।
রবিবার হাইকোর্টে জরুরি শুনানিতে প্রশ্নের মুখে পড়ে পুলিশ-প্রশাসন। কেন পকসো আইনে মামলা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর প্রশ্ন ছিল, মেয়েটির বয়স ১০ বছরের কম হওয়া সত্ত্বেও কেন পকসো আইনে মামলা রুজু করেনি পুলিশ, এরপরই পকসো আইনে ধারা যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট।