Advertisment

Joynagar Minor Girl Murder Case: আরজি করের পর জয়নগর! হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য, কল্যাণী এইমসে হবে ময়নাতদন্ত

Joynagar Minor Girl Murder Case: আরজি করের পর ফের জয়নগর! হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যকে। এদিন হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন করে, 'কেন পকসো যুক্ত করা হয়নি?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata high court

জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যকে

Joynagar Minor  Girl Murder Case: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যকে। কেন এই ঘটনায় পকসো ধারা যুক্ত করা হয়নি? রাজ্যকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কল্যাণী এইমসে নাবালিকার দেহের ময়নাতদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। 

Advertisment

আগামীকালই হবে নাবালিকার ময়নাতদন্ত। কল্যাণী এইমসে এসিজেএম-এর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এদিন বিচাপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কল্যাণী এইমসে ময়নাতদন্তের পরিকাঠামো না থাকলে ময়নাতদন্ত হবে কল্যাণী জেএনএম হাসপাতালে। তবে সেক্ষেত্রে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসরাই। মৃতদেহের চালান থেকে শুরু সবকিছু কল্যাণী এইমসের সুপারকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বেলা পৌনে ১২টার মধ্যে কল্যাণীতে মরদেহ পৌঁছনোর নির্দেশ হাইকোর্টের।

ষষ্ঠী থেকে চারদিন টানা ধরনায় নির্যাতিতার মা-বাবা, মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে লড়াই জারি

আরজি করের পর ফের জয়নগর! হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যকে। এদিন হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন করে, 'কেন পকসো যুক্ত করা হয়নি? একই সঙ্গে এই ঘটনায় পকসো আইনের ধারা যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে'। জয়নগরের ঘটনায় প্রথম থেকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছিলেন মৃত নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা। এই ঘটনায় দফায় দফায় গতকাল পুলিশের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জয়নগরে নিহত নাবালিকার পরিবারের তরফে ইতিমধ্যেই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।  

ব্ল্যাকমেইল করতেই ধর্ষণের অভিযোগ? চিকিৎসকের গ্রেফতারিতে নার্সের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

জয়নগরে নাবালিকা ধর্ষণ- খুনের ঘটনায় উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের পর ফের জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায়  পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে এসেছে। এদিন এরই প্রতিবাদ বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযানে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। 

rape Minor Girl Murder
Advertisment