JEE Main Results 2025: ইস্পাত কঠিন লড়াইয়ে পাহাড় প্রমাণ সাফল্য! মাধ্যমিকের পর জয়েন্টেও শীর্ষে, নজির কাটোয়ার দেবদত্তার

Debdutta Majhi JEE Main 2025 Topper from Bengal: মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার এই মেধাবী ছাত্রী। এবার দেবদত্তার মুকুটে যুক্ত হল নয়া পালক।

author-image
Pradip Kumar Chattopadhyay
আপডেট করা হয়েছে
New Update
Debdutta Majhi JEE Main 2025 Topper from Bengal

দেবদত্তার মুকুটে যুক্ত হল নয়া পালক Photograph: (প্রদীপ চট্টোপাধ্যায় )

 JEE Main Results 2025: মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রাস! বাংলার পাশাপাশি তামাম দেশবাসীকে চমকে নিয়ে নজির গড়ল কাটোয়ার দেবদত্তা মাঝি।

Advertisment

মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার এই মেধাবী ছাত্রী। এবার দেবদত্তার মুকুটে যুক্ত হল নয়া পালক। 

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেশের মধ্যে ১৫ এবং এই রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করে রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই বঙ্গতনয়া। উচ্ছ্বাসে ভাসছে কাটোয়াবাসী। 

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল দেবদত্তা। তার সেই সাফল্যে গর্বিত হয়েছিল কাটোয়া। এবার আবারও বিরাট সাফল্যে নজির গড়ল সে। 

Advertisment

কাটোয়ার ইন্দিরা পল্লী এলাকায় বাড়ি দেবদত্তার। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় 
কাটোয়ার দর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা সারা রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল।

কাটোয়ার দর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা। বাবা জয়ন্ত কুমার মাঝি আসানসোল বি ডি কলেজের ফিজিক্সের অধ্যাপক। মা শেলীদেবী দর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলেরই ফিজিক্সের শিক্ষিকা। তাঁদের একমাত্র সন্তান দেবদত্তা এবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাতেও অভাবনীয় সাফল্য অর্জন করায় পরিবারে খুশির হাওয়া।

গতকালই জয়েন্ট এন্ট্রান্স ২০২৫ (মেইন) পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। তাতেই সাড়া জাগানো সাফল্য মিলেছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং গণিত এই তিনটি বিষয় মিলিয়ে তাঁর প্রাপ্ত স্কোর ৯৯.৯৯৯২১।

কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জেরেই মিলেছে এই সাফল্য, জানিয়েছেন দেবদত্তা। বিজ্ঞান নিয়ে আরও পড়াশোনা করে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের খিদে তাকে তাড়া করে বেড়াচ্ছে। তাও তিনি স্পষ্ট জানিয়েছেন।  

দেবদত্তাকে শুভেচ্ছা জানাতে বুধবার তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান, কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা। দেবদত্তার মা শেলী দাঁ পেশায় স্কুল শিক্ষিকা। তিনি জানিয়েছেন, মেয়ের এই সাফল্যে তিনিও খুশি।

লক্ষ্মী ভাণ্ডারে ২৬,৭০০ কোটির বিপুল বরাদ্দ, ২৬-এর আগে বিরাট চমকে নিজের হাতেই বল রাখলেন মুখ্যমন্ত্রী

Joint Entrance Exam