Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) দুয়ারেই। দিন দুয়েক আগেই রানাঘাট দক্ষিণের BJP-র চিকিৎসক বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari) দল ছেড়েছেন। কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন গেরুয়া দলের এই বিধায়ক। এবার ফের ধাক্কা বিজেপি-র। দল ছাড়লেন এক বিদায়ী সাংসদ। দলের জেলা নেতৃত্বকে চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন ওই সাংসদ।
এবার BJP ছাড়লেন ঝাড়গ্রামের (Jhargram) সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram)। দলের জেলা সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন সাংসদ। পদত্যাগ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধির সঙ্গে খোলামেলা কথা বলেছেন কুনার হেমব্রম। IIT খড়গপুরের (IIT Kharagpur) এই প্রাক্তনী তাঁর দলত্যাগ নিয়ে সোজাসাপটা বেশ কিছু প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন। কেন দল ছাড়লেন, এরপর কী করবেন, দল বদল করবেন কিনা, এসব প্রশ্নেরই চটজলদি উত্তর মিলেছে জঙ্গলমহলের এই ভূমিপুত্রের মুখ থেকে।
প্রশ্ন: কেন দল ছাড়লেন? কাজ করতে পারছিলেন না?
উত্তর: গতকাল দল ছাড়ার কথা চিঠি লিখে জানিয়ে দিয়েছি। আমি ব্যক্তিগত কারণেই দল ছাড়লাম। যতটা মনে করেছিলাম ততটা কাজই করেছি। কাজ আটকানো হয়নি। দলত্যাগ নিয়ে কিছু বলারও নেই। কোনও ক্ষোভ-বিক্ষোভও নেই। কিন্তু আমি আর দলে থেকে কাজ করতে চাইছি না। অন্য দলে যাওয়ার কথা ভাবিনি, ভবিষ্যতেও ভাবব না।
প্রশ্ন: আপনার সিদ্ধান্তে দলের ক্ষতি হবে ভাবছেন?
উত্তর: BJP একক ব্যক্তির দল নয়। সম্মিলিতভাবে সংগঠন চলে। আরও কাজের লোক আছেন। আমি যতটা সুযোগ পেয়েছি কাজ করেছি। তবে এখন আমি আর ভোটে দাঁড়াতে চাইছি না।
প্রশ্ন: প্রার্থীপদ নিয়ে আপনার সঙ্গে কথা বলেনি নেতৃত্ব?
উত্তর: দলে একটা কোর কমিটি থাকে। বিজেপিতে সেই কোর কমিটি বা সিলেকশন কমিটিই এব্যাপারে সিদ্ধান্ত নেয়। আমি না থাকলে দলের ক্ষতি তেমন হবে না। সংগঠন যথেষ্ট দক্ষ আছে। নতুনদেরও তো সুযোগ দিতে হবে।
প্রশ্ন: সাংসদ হিসেবে আপনার তো মাত্র একটা টার্ম গেল…
উত্তর: কী আর করা যাবে, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন সামাজিক কাজে যুক্ত থাকব। লেখাপড়ার কাজও চালিয়ে যাব। অনেক কাজ শুরু করেছিলাম, যেগুলো শেষ করতে পারিনি। এবার সেগুলো শেষ করতে হবে।
আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালি নিয়ে মারাত্মক কথা বলে ফেললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ! তুমুল বিতর্ক
প্রশ্ন: পদত্যাগ নিয়ে দলের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে?
উত্তর: পদত্যাগ নিয়ে দলের তরফে ফিডব্যাক এখনও পাইনি। তবে দলের জেলা সহ সভাপতি দেবাশিস কুণ্ডু বাড়িতে এসেছিলেন। উনি পদত্যাগপত্র ফিরিয়ে নিতে বলেছিলেন। আমি ওঁকে না করে দিয়েছি। আমি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি।
প্রশ্ন: দলের হয়ে ভোটের প্রচারে যাবেন?
উত্তর: দলেই যখন থাকছি না। তখন আর প্রচারে যাওয়ার সুযোগ কোথায়। তবে আমায় সুযোগ দেওয়ার জন্য বিজেপিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, IIT খড়গপুরের ১৯৮৮-৮৯ ব্যাচের প্রাক্তনী ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। আদিবাসীদের একাধিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। IIT খড়গপুর থেকে পাশ করার পর দিল্লিতে বেশ কিছুদিন ধরে চাকরি করেছিলেন। পরবর্তী সময়ে ঝাড়গ্রামে ফিরে এসে ১৯৯৫ সালে নিজস্ব কনসালটেন্সি ফার্ম তৈরি করেন।