Invest in WB:ঢালাও প্রশংসা মুখ্যমন্ত্রীর, উৎসবের আবহে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা দেশের প্রখ্যাত শিল্পগোষ্ঠীর

new project in WB: রাজ্যে আরও লগ্নির ঘোষণা প্রখ্যাত শিল্পগোষ্ঠীর কর্ণধারের। দুর্গাপুজোয় কলকাতায় এসে এই ঘোষণা করেছেন তিনি।

new project in WB: রাজ্যে আরও লগ্নির ঘোষণা প্রখ্যাত শিল্পগোষ্ঠীর কর্ণধারের। দুর্গাপুজোয় কলকাতায় এসে এই ঘোষণা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Amader Para Amader Samadhan, project launch, local problem resolution, drainage system, road repair, waterlogging issue, electricity problem, sanitation, waste management, civic services, quick solution, state government project,আমাদের পাড়া আমাদের সমাধান, প্রকল্প উদ্বোধন, স্থানীয় সমস্যা সমাধান, নিকাশি ব্যবস্থা, রাস্তা মেরামত, জল জমা সমস্যা, বিদ্যুৎ সমস্যা, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক পরিষেবা, দ্রুত সমাধান, রাজ্য সরকার প্রকল্প

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবের আবহে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দলের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে প্রখ্যাত এই শিল্প গোষ্ঠী। এবার এই রাজ্যের আরও বেশ কিছু ক্ষেত্রে বিপুল লগ্নির পরিকল্পনা করেছে সংস্থাটি।

Advertisment

প্রাণের উৎসবে মেতে উঠেছিল বাংলা। দুর্গাপুজো শেষ হলেও সামনেই লক্ষ্মীপূজো তারপর রয়েছে কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো-সহ বিস্তর উৎসব। গতকাল কলকাতায় সুরুচি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন শিল্পপতি সজ্জন জিন্দল। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু সহ অন্যরা।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'অপারেশন সিঁদুর' থিমে ইতিহাস! দশমীতেও জনস্রোত সন্তোষ মিত্র স্কোয়্যারে! আজ একাদশীতেও খোলা মণ্ডপ?

Advertisment

শিল্পপতি সজ্জন জিন্দল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তাঁর সংস্থা আরও বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে সজ্জন জিন্দল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা শিল্প মানচিত্রে অনন্য এক জায়গা করে নিয়েছে। বাংলার জন্য তিনি অনেক কাজ করছেন তাই আমরাও এই রাজ্যে বিনিয়োগ আরও বাড়াচ্ছি।"

আরও পড়ুন-Kolkata Weather Today: পুজো শেষে ফের তুমুল দুর্যোগের ভ্রুকূটি! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

শিল্পপতির স্ত্রী সঙ্গীতা জিন্দল বলেছেন, "আমি বাংলার শিল্পী ও শিল্পের সঙ্গে জড়িত স্কুল, কলেজ নিয়ে কাজ করতে চাই। কারণ পশ্চিমবঙ্গ ছাড়া উচ্চমানের শিল্প কাজ অন্য কোথাও হয় না।"

JSW West Bengal Investment