/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উৎসবের আবহে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দলের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে প্রখ্যাত এই শিল্প গোষ্ঠী। এবার এই রাজ্যের আরও বেশ কিছু ক্ষেত্রে বিপুল লগ্নির পরিকল্পনা করেছে সংস্থাটি।
প্রাণের উৎসবে মেতে উঠেছিল বাংলা। দুর্গাপুজো শেষ হলেও সামনেই লক্ষ্মীপূজো তারপর রয়েছে কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো-সহ বিস্তর উৎসব। গতকাল কলকাতায় সুরুচি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন শিল্পপতি সজ্জন জিন্দল। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু সহ অন্যরা।
শিল্পপতি সজ্জন জিন্দল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তাঁর সংস্থা আরও বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে সজ্জন জিন্দল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা শিল্প মানচিত্রে অনন্য এক জায়গা করে নিয়েছে। বাংলার জন্য তিনি অনেক কাজ করছেন তাই আমরাও এই রাজ্যে বিনিয়োগ আরও বাড়াচ্ছি।"
শিল্পপতির স্ত্রী সঙ্গীতা জিন্দল বলেছেন, "আমি বাংলার শিল্পী ও শিল্পের সঙ্গে জড়িত স্কুল, কলেজ নিয়ে কাজ করতে চাই। কারণ পশ্চিমবঙ্গ ছাড়া উচ্চমানের শিল্প কাজ অন্য কোথাও হয় না।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us