/indian-express-bangla/media/media_files/2025/09/03/rain-2025-09-03-11-36-20.jpg)
Kolkata Weather Forecast: আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
Kolkata Weather Today: দুর্গাপুজো শেষ হতেই ফের বৃষ্টির দাপট শুরু। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। কাল দ্বাদশীতে আরও প্রবল দুর্যোগ? আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ একাদশীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার একাদশীতে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আগামীকাল অর্থাৎ দ্বাদশীতেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা, ১১ জনের মৃত্যুতে হাহাকার, আর্তনাদ
কলকাতার ওয়েদার আপডেট
একাদশীতে বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতাতেও। আগামীকালও কলকাতা শহরে বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আজ একাদশীতে উত্তরবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন- মেট্রোয় 'জনবিস্ফোরণ', ছাপিয়ে গেল অতীতের সব রেকর্ড, লক্ষ্মীলাভেও গড়ল নয়া নজির
কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us