West Bengal SSC Scam: বাংলার রাজপথ কাঁপিয়ে দিল্লির যন্তর-মন্তরে ধর্ণা চাকরিহারাদের, সম্মানের লড়াইয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি

Jobless Protest At Delhi Jantar Mantar: সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর। বাংলার রাজপথ কাঁপিয়ে অবশেষে দিল্লির যন্তরমন্তরে ধর্ণায় 'যোগ্য' চাকরিহারারা।

Jobless Protest At Delhi Jantar Mantar: সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর। বাংলার রাজপথ কাঁপিয়ে অবশেষে দিল্লির যন্তরমন্তরে ধর্ণায় 'যোগ্য' চাকরিহারারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jobless SSC Candidate Protest At Delhi Jantar Mantar

বাংলার রাজপথ কাঁপিয়ে অবশেষে দিল্লির যন্তরমন্তরে ধর্ণায় 'যোগ্য' চাকরিহারারা।

Teacher Protest:  সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর। বাংলার রাজপথ কাঁপিয়ে অবশেষে দিল্লির যন্তরমন্তরে ধর্ণায় 'যোগ্য' চাকরিহারারা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে জোরালো সওয়াল। কলকাতা থেকে ৬৫ জনের এক প্রতিনিধিদল একদিনের কর্মসূচিতে ধর্মতলা থেকে যন্তর-মন্তরে পৌঁছান। সেখানে ধর্ণার মাধ্যমে গোটা দেশের কাছে নিজেদের যন্ত্রণা হতাশাকে তুলে ধরতে চাইছেন চাকরিহারারা। এদিকে যখন দিল্লিতে প্রতিবাদে সামিল চাকরিহারারা, তখন প্যানেল বাতিলের জন্য বিজেপিকে দুষেছেন মুখ্যমন্ত্রী। 

Advertisment

এ- লড়াই চাকরি ফিরে পাওয়ার লড়াই, ন্যায়বিচার ফিরে পাওয়ার  লড়াই। সেই দাবিকেই সামনে রেখে সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রায় ৬৫ জন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বুধবার ভোরে তাঁরা পৌঁছান দিল্লির যন্তর মন্তরে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ধর্ণা ও অবস্থান কর্মসূচী। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কাছে নিজেদের দুর্দশার ছবি তুলে ধরতেই তাঁদের আজকের এই কর্মসূচি।

কলকাতায় ধুন্ধুমার, মুর্শিদাবাদের ঘরছাড়ারা এবার রাজপথে

ধর্ণাস্থল থেকে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানান— “আমি গোটা দেশের মানুষের কাছে আমাদের যন্ত্রণার কথা তুলে ধরতে চাইছি। যারা যোগ্য এবং যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের কেন চাকরি খোয়াতে হল? যাঁরা টাকা নিয়ে চাকরি কিনেছেন তাঁদের শাস্তি হোক। কিন্তু তাঁদের অপরাধের দায় কেন আমাদের নিতে হবে? আমাদের কেন শাস্তি ভোগ করতে হবে?” তিনি আরও বলেন, “সিবিআই ও বাগ কমিটি তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। তাতে আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমরা চাই অবিলম্বে আমাদের চাকরি ফেরানো হোক।”

Advertisment

চাকরি ফিরে পেতে চাকরিহারারা রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আদালতে উপযুক্ত তথ্য পেশের দাবিও জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন। 

WB SSC Scam