/indian-express-bangla/media/media_files/2025/06/21/john-barla-fire-2025-06-21-16-58-10.jpg)
আগুনে ভস্মীভূত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা জন বার্লার বাড়ি
TMC leader House In Fire: আগুনে ভস্মীভূত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা জন বার্লার বাড়ি ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার দুপুরে। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত জন বার্লার পৈত্রিক বাড়ি। শনিবার দুপুরে আচমকাই বাড়ির থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাউ-দাউ করে জ্বলে ওঠে বাড়ির একাংশ। ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা।
বাংলায় ফের ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় পড়ে চাপ চাপ রক্ত, দেহ আঁকড়ে কান্না, মৃত্যুমিছিলে আর্তনাদ!
প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বর্তমান তৃণমূল নেতা জন বার্লার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে হঠাৎ করেই বর্ষীয়ান নেতার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীরপাড়া দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষনে এলাকার বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুন ঠিক সময়ে আয়ত্তে না আসলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।যে সময় বাড়িতে সময় ঘরের নিচতলায় ছোট বাচ্চারা খেলছিল। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দিল্লির AIIMS-এ ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন কেমন আছেন সাংসদ? এল বড় খবর!
জানা গিয়েছে জন বার্লার পুরানো কাঠের যে ঘরে আগুন লেগেছে, ঠিক তার পাশেই ছিল বারলার নতুন বাড়ি। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পায় নতুন বাড়িটি। এদিকে আগুন নেভানোর কাজে সঙ্গে সঙ্গে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরো বাড়িটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনা প্রসঙ্গে জন বার্লা জানান, 'ওই পুরোনো ঘরটি সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে। ওই ঘর থেকেই আমার রাজনীতির হাতেখড়ি। ঘরটি পুড়ে যাওয়ায় মন ভীষণ খারাপ। স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসায় আমার পাশের ঘরে আগুন ছড়িয়ে পরে নি। দমকল কেন্দ্র বানারহাটে থাকলে কিছুটা রক্ষা পেত। যাই হোক বড়সড় ঘটনা ঘটেনি এটাই বড় ব্যাপার।’