scorecardresearch

ফের এক বছরের জেল হতে পারে, নিজেই জানালেন সাংবাদিক কুণাল ঘোষ

কুণালের দাবি, এক আইনজীবী তাঁকে জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধিতে আত্মহত্যার চেষ্টার একাধিক ধরনের শাস্তির বিধান আছে, তবে সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদন্ড।

দুপুর একটা নাগাদ একটি ফেসবুক পোস্টে শাস্তির প্রকাশ্যে এনেছেন স্বয়ং কুণাল ঘোষ।
দুপুর একটা নাগাদ একটি ফেসবুক পোস্টে শাস্তির প্রকাশ্যে এনেছেন স্বয়ং কুণাল ঘোষ।

আত্মহত্যার চেষ্টা মামলায় ফের বিপাকে সাংবাদিক কুণাল ঘোষ। বুধবার বারাসাতের বিশেষ আদালতে বিচারক সোমনাথ চক্রবর্তীর কাছে এই মামলায় ‘দোষ স্বীকার’ (গিলটি প্লিড) করার অনুমতি চেয়েছেন কুণাল। আর এই অনুমতি তাঁকে দেওয়াও হয়েছে। ফলে, আগামিকাল ‘দোষ স্বীকার’ করবেন কুণাল ঘোষ এবং সেদিনই তাঁকে শাস্তি দেওয়া হতে পারে। এদিন দুপুর একটা নাগাদ একটি ফেসবুক পোস্টে এ কথা স্বয়ং প্রকাশ্যে এনেছেন কুণাল। এই অপরাধের শাস্তি হিসাবে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

আরও পড়ুন: আইকোর কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট অনুযায়ী, প্রেসিডেন্সি জেলে থাকাকালীন ‘পক্ষপাতদুষ্ট তদন্ত ও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে’ আত্মহননের চেষ্টা করেন তিনি। আগামিকাল সেই মামলাতেই নিজের ‘দোষ স্বীকার’ করবেন কুণাল। তবে, এ জন্য প্রেসিডেন্সি জেলের তৎকালীন কোনও কর্মীর দোষ নেই বলেই জানিয়েছেন কুণাল ঘোষ। কুণালের দাবি, এক আইনজীবী তাঁকে জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধিতে আত্মহত্যার চেষ্টার একাধিক ধরনের শাস্তির বিধান আছে, তবে সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদন্ড।

উল্লেখ্য, সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সারদা গ্রুপ মিডিয়ার প্রাক্তন সিইও কুণাল ঘোষ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Journalist kunal ghosh might be sentenced to one year imprisonment