RG Kar Protest: মেয়ের আবদারে গত তিন বছর বাড়িতে শুরু হয়েছিল দুর্গাপুজো। এবার ঠিক ছিল আরও জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করার। সেই মত সেড়ে নেওয়া হয়েছিল যাবতীয় প্রস্তুতিও। ৯ অগাস্ট হঠাৎ করে বদলে গিয়েছে সব কিছুই। আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য-রাজনীতি। বিচারের দাবিতে সোচ্চার হয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজ। সরকারকে দেওয়া ডেডলাইন পার হতেই আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এবার জুনিয়র ডাক্তারদের পাশাপাশি অনশনে বসছেন নির্যাতিতার বাবা-মাও। এবার আর দুর্গাপুজো নয় বদলে বাড়ির সামনে পুজোর চারদিন ধরনা মঞ্চ বেধে অনশনে বসছেন নির্যাতিতার বাবা-মা। মঞ্চে থাকবেন আত্মীয়রা। যে কেউ চাইলে অংশ নিতে পারেন এই প্রতিবাদ বিক্ষোভে এমনটাই জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে।
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বধূকে ধর্ষণ, বিষ খাইয়ে খুন, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তেরও
নির্যাতিতার মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিন বছর আগে মেয়ের আবদারেই বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। পুজো আসলেই গোটা বাড়িটা আলোয় ঝলমল করত। ৯ অগাস্ট সব কিছু বদলে গিয়েছে। মেয়ের বিচারের দাবিতে বাড়ির সামনেই ধরনায় বসছি। চারদিন ধরনামঞ্চেই বসবো। যে কেউ চাইলে ধরনাস্থলে আসতে পারেন। তরুণী চিকিৎসকের বাবার কথায়, ‘‘বাড়িতে চার দিন পুজোয় খুব আনন্দ হত। মেয়ের বিচারের দাবিতে বাড়ির সামনে ধরনামঞ্চ করেছি। ষষ্ঠী থেকে চার দিন সেখানেই বসব। তবে কোন ধরণের ‘রাজনীতির রং আমরা চাই না।’
হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ভাই বাবুনকে, এবার দায়িত্বে কে?
রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন পার হতেই কাজে ফিরলেও খাবার খাবেন না বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ ঘোষণা মতই অমরণ অনশনের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে যতদিন না রাজ্য সরকার তাদের ১০ দফা দাবি মেনে নিচ্ছেন ততদিন চলবে আমরণ অনশন। ধরনা মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে বার্তা দেওয়া হয় 'এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন'। স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসিটিভি লাগানোর কথাও বলা হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে। সেই ফুটেজ দেখতে পাবেন সাধারণ মানুষও। সেই সঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অনশন চলাকালীন কোন চিকিৎসক অসুস্থ হলে তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপর। প্রথম দফায় আমরণ অনশনে ৬ জন জুনিয়র ডাক্তার। জুনিত্যর ডাক্তারদের অনশনের প্রেক্ষিপ্তে নির্যাতিতার মা বলেছেন, 'মুখ্যমন্ত্রীকে ওদের সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করব'।