RG Kar Doctors Death: উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে গত ১৩ অগাস্ট এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। এরপর থেকে দফায় দফায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, নির্যাতিতা তরুণীর মা-বাবা এবং ময়না তদন্তের দায়িত্বে থাকা ৫ চিকিৎসক ছাড়াও বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রতিবাদরত পড়ুয়া চিকিৎসকরা কেন্দ্রীয় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। সিবিআইয়ের উপর চাপ বাড়াতে গত বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়ার চিকিৎসকদের একটি দল।
আরও পড়ুন - < Rajanya Haldar: রাজন্যা হালদারকে নিয়ে কুরুচিকর পোস্ট, যুব তৃণমূলের দাপুটে নেত্রীর নিশানায় কে? >
এপ্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "সিনিয়র চিকিৎসকরা ওপিডি ও এমারজেন্সি পরিষেবা চালাচ্ছেন। পরিষেবা বিঘ্নিত হচ্ছে না। ঠিক কী কারণে তরুণী ওই চিকিৎসকের উপর হামলার ও খুনের ঘটনা, তার উদ্দেশ্যটা আমাদের জানা দরকার। তা না হলে ভবিষ্যতে যে কোন সময়ে যে কোন ঘটনা ঘটে যেতে পারে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে ১০ দিন অতিক্রান্ত। এপর্যন্ত তদন্তে ঠিক কোন কোন বিষ অয় উঠে এসেছে বা তদন্তের কী গতিপ্রকৃতি তা জানতে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন। আমরা দীর্ঘদিন আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে পারব না, আমাদের কাজে ফিরতেই হবে। কিন্তু কোথাও একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তদন্তের গতিপ্রকৃতি জানাটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ"।
আরও পড়ুন - < EXCLUSIVE: ‘শেষমেশ খুনিদের সঙ্গেই কাজ করব?’ আতঙ্কে আরজি করের ছাত্রী, জানালেন হস্টেলের পরিস্থিতিও >
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে ধর্ষণের মত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ‘দেশে ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। যে তথ্য সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে সারা দেশে একদিনে প্রায় ৯০টির মতো ধর্ষণের ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা দায়িত্ব সকলের। এই নৃশংস ঘটনার অবসান দরকার। ধর্ষণের মত ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি যাতে হয় তার যথাযথ ব্যবস্থা করতে হবে’। পাশাপাশি ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি করেন মুখ্যমন্ত্রী।