Advertisment

Rajanya Haldar: রাজন্যা হালদারকে নিয়ে কুরুচিকর পোস্ট, যুব তৃণমূলের দাপুটে নেত্রীর নিশানায় কে?

Rajanya Haldar-TMC: তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার। বছর কয়েক আগে কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সভার মঞ্চে বক্তৃতা করতে দেখা গিয়েছিল রাজন্যাকে। এরপর থেকেই যুবনেত্রী হিসেবে তৃণমূলে কদর বাড়তে থাকে রাজন্যার। এবার তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কুরুচিকর একটি পোস্ট করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indecent post on social media about Tmc youth leader Rajanya Haldar, রাজন্যা হালদার

Rajanya Haldar: থানায় অভিযোগ জানিয়ে বেরোচ্ছেন রাজন্যা হালদার।

Rajanya Haldar: এবার তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। সেই পোস্ট দেখেই লালবাজারে ফোন দাপুটে তৃণমূল নেত্রীর। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষীদের ফাঁসির দাবিতে সুর চড়াচ্ছে বিভিন্ন মহল। ঠিক এই আবহে এবার তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কুরুচিকর পোস্ট করা হয়েছে। রাজন্যার দাবি, এই পোস্টটি যিনি করেছেন তিনি বিজেপি সমর্থক।

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দেখে লালবাজারে যোগাযোগ করেন রাজন্যা। তাঁকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন পুলিশকর্তারা। সেই মতো সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রাজন্যা। পুলিশের উপর তাঁর ভরসা রয়েছে বলে তিনি জানিয়েছেন। পুলিশও তাঁর অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ শুরু করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে গর্বের ইতিহাস কলকাতা মেট্রোর! দুরন্ত কীর্তির দিগন্তজোড়া প্রশংসা

রাজন্যার দাবি, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই তাঁকে এই ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'মেয়েদের রাত দখল' শীর্ষক কর্মসূচি নিয়েও মুখ খুলেছেন রাজন্যা। একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বাম-বিজেপি, এমনই অভিযোগ করেছেন তৃণমূলের এই যুবনেত্রী।

আরও পড়ুন- West Bengal Weather Update: আরও বাড়বে দুর্যোগ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কাঁপানো বৃষ্টি?

রাজন্যা বলেন, "ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। রাম-বাম সেম-সেম! ওই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কুরুচিকর আক্রমণ করা হয়েছে। যারা মেয়েদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন, একটা অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈকিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, তারাই একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছেন, এটা আন্দোলন হতে পারে না। আমি লালবাজারে ফোন করেছিলাম। আমি স্থানীয় থানায় অভিযোগ করেছি। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করছে।"

আরও পড়ুন- ফের সরকারি হাসপাতালে হুমকির মুখে কর্মরত মহিলা চিকিৎসক, নালিশ থানায়, অভিযোগ স্বাস্থ্য দফতরেও

RG Kar Medical College Social Media Rajanya Haldar tmc
Advertisment