Advertisment

Junior Doctor’s Protest: অনশন তুলে নবান্নে যাচ্ছেন? 'শর্তসাপেক্ষ' বৈঠক নিয়ে কী জানালেন জুনিয়র ডাক্তাররা?

Junior Doctor’s Protest: সোমবারের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র না বের হয়, তবে মঙ্গলবার পূর্বপরিকল্পিত কর্মসূচি অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় সর্বাত্মক ধর্মঘট পালন করবেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Junior Doctor's Protest, Doctor's Protest, Doctor's News, Protest Of Doctor's, Dharmatala, West Bengal, চিকিৎসকদের আন্দোলন, Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali

Junior Doctors Protest: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সোমবার বিকেলে নবান্নে বৈঠকে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা? (ফাইল চিত্র)

Junior Doctor’s Protest: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সোমবার বিকেলে নবান্নে বৈঠকে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। একথা শনিবারই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন তাঁরা সেকথা। তবে শনিবারই মুখ্যসচিবের তরফে একটি ই-মেল আসে তাঁদের কাছে। যাতে স্পষ্ট শর্ত দেওয়া হয়, অনশন তুলে নিলে তবেই সোমবার নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রবিবার পাল্টা মুখ্যসচিবকে ই-মেল করে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, বৈঠকে যাবেন কিন্তু যে শর্ত দেওয়া হয়েছিল তা মানবেন না তাঁরা।

Advertisment

রবিবার সাংবাদিক বৈঠক করে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা জানান, অনশন তুলে নেওয়া হবে না সোমবারের আগে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনশন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন জুনিয়র ডাক্তাররা জিবি বৈঠক করেন। সেখানে শর্ত মানা হবে কি না, কতজন বৈঠকে যাবেন তা নিয়ে বৈঠক হয়। বৈঠকের পর সিদ্ধান্ত হয়, সোমবার নবান্নে যাবেন তাঁরা। তবে সরকারের শর্ত মানবেন না তাঁরা।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, '১৪ দিন পর অনশন মঞ্চে আসেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। কিন্তু এই কথোপকথনে অনশনকারীরা দুঃখ পেয়েছেন। তাঁদের অনুভূতি আঘাত পেয়েছে। আমাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এত দিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি। তবে আমরা কী চাইছি তা বিস্তারিত ভাবে জানিয়েই মুখ্যসচিবকে ই-মেল করেছি। প্রয়োজনে তা নিয়ে আমরা কাল আবার বলব।'

আরও পড়ুন '৩-৪ মাস সময় দাও', অনশন তুলতে ফোনে কাতর আর্জি মমতার, ফের নবান্নে বৈঠকে ডাক জুনিয়র ডাক্তারদের

দেবাশিস আরও বলেছেন, সময়মতো বৈঠকে যোগ না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এই দায় চাপানোর মানসিকতাকে ধিক্কার জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁর দাবি, 'আমরা চাই কোনও পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে। নির্দিষ্ট সময়েই আমাদের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। আশা করছি সদর্থক আলোচনা হবে।' 

আরও পড়ুন ফের নবান্নে বৈঠকের জন্য ডাক, মমতার আবেদনে সাড়া দেবেন জুনিয়র ডাক্তাররা?

দেবাশিস হুঁশিয়ারি দিয়েছেন, সোমবারের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র না বের হয়, তবে মঙ্গলবার পূর্বপরিকল্পিত কর্মসূচি অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় সর্বাত্মক ধর্মঘট পালন করবেন তাঁরা। এমনকী আগামিদিনেও আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জুনিয়র ডাক্তাররা।

West Bengal RG Kar Medical College Junior Doctors Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case Mamata Banerjee Hunger Strike Nabanna
Advertisment