Advertisment

'বাংলায় তো তৃণমূলের অনেক কম নেতা জেলে', হঠাৎ কেন একথা অখিলেশের মুখে?

দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

author-image
IE Bangla Web Desk
New Update
just few tmc leaders arrested in bengals but in uttar pradesh lots of sp leaders are in jail says akhilesh updates

কলকাতায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে বিজেপিকে তুলোধনা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। 'বিজেপি যাদের ভয় পায় তাদের বাড়িতেই সিবিআই-ইডি পাঠায়।' কেন্দ্রের শাসকদলকে বিঁধে সোচ্চার সপা সুপ্রিমো। শুক্রবার বিকেলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে যাবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দুই শীর্ষ নেতার বৈঠকে।

Advertisment

দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে শুক্রবার কলকাতায় এসেছেন অখিলেশ যাদব। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন সমাজবাদী পার্টির প্রধান। বিজেপি এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্থা করছে বলে অভিযোগ সপা প্রধানের। অখিলেশ যাদবের কথায়, 'বিজেপি লাগাতার সংবিধান, গণতন্ত্রের উপর আক্রমণ করছে। বিরোধীদের আওয়াজ স্তব্ধ করতে চাইছে বিজেপি।'

একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী এই মুহূর্তে জেলবন্দি। বিষয়টি নিয়ে অখিলেশ যাদব বলেন, 'বাংলায় তৃণমূলের অনেক কম নেতা জেলে আছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির একাধিক নেতা-বিধায়ক মিথ্যা মামলায় জেলে আছেন। বিজেপি যাদের ভয় পায় তাদের বাড়িতেই সিবিআই-ইডি পাঠায়। ইডি, সিবিআই, আয়কর বিভাগ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। '

আরও পড়ুন- কুন্তলের ৪০ লক্ষ ফেরালেন বনি, ‘মানে-মানে’ বিপুল টাকা ফেরত ‘বন্ধু’ সোমারও

আজ দিনভর দলের কমর্সমূচি সেরে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবেন অখিলেশ যাদব। সেখানেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করবেন সপা প্রধান। দুই শীর্ষ নেতার বৈঠকে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এদিকে, কলকাতায় এসে অখিলেশের বিজেপিকে নিশানা করা নিয়ে মুখ খুলেছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এতদিন দিদি লখনউ যেতেন ওঁর সঙ্গে দেখা করতে। এখন উনি এসেছেন। উনি বলছেন ইডি-সিবিআই বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু যার বাড়িতে যাচ্ছে তাঁরা তো কেউ সাধু পুরুষ নন। সবার বাড়িতেই তো টাকা পাওয়া যাচ্ছে।'

আরও পড়ুন- ফিরহাদ তাঁকে চেনেন না শুনেই রেগে কাঁই পার্থ, কী বললেন? পড়ুন বিশদে

অন্যদিকে, তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে তৎপর হচ্ছে ইডি-সিবিআই। বিজেপির নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না। ২০টি রাজনৈতিক দল গত কয়েক বছরে বিজেপিকে ছেড়ে চলে গেছে। ইডি-সিবিাই নিজেদের মান-মর্যাদা হারাচ্ছে।'

tmc kolkata news Mamata Banerjee Akhilesh Yadav Samajwadi Party
Advertisment