পুজোতেও সসম্মানে হাজির হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দমদমের গোরাবাজারের সংঘমিত্র ক্লাবের দুর্গাপুজোর মঞ্চ সম্মানিত করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। তাঁর ছবি-সহ ফ্লেক্স জায়গা করে নিয়েছে অনুষ্ঠান মঞ্চে। তাতে লেখা রয়েছে, 'পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য সম্মানিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন।' মঞ্চের এই ফ্লেক্সেই হইচই পড়ে গিয়েছে দমদমজুড়ে। অনেকেই সমর্থন জানিয়েছেন পুজোর উদ্যোক্তাদের।
কেন এই উদ্যোগ? ক্লবের পক্ষে সব্যসাচী গঙ্গোপাধ্যায় বলেন, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মনে রেখে মঞ্চ তৈরি করা হয়েছে। ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পদ্মশ্রী প্রাপক শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় পুজোর উদ্বোধন করেছেন। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও অনুদান আমরা নিই না। এমন মানুষের ছবি থাকা দরকার। আমাদের কাকিমা-জ্যাঠিমারাও অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের স্মরণ, মরণ, ধ্যানের মধ্যে আছেন উনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকৃতই ধর্মাবতার। মায়ের কাছে প্রার্থনা করছি তিনি সুস্থ থাকুন।'
১৬ পল্লী দুর্গোৎসব পুজো কমিটি ৪৫ বছরের ওপর ধরে পুজোর আয়োজন করে আসছে। কোনও রাজনৈতিক নেতা-নেত্রী পুজো উদ্বোধন করেন না। উদ্যোক্তারা মনে করছেন, 'বাংলার শিক্ষা ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা উল্লেখযোগ্য নাম। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই কথাটাকে সত্য বলে প্রমাণ করতে সর্বাগ্রে এগিয়ে এসেছেন তিনি। যোগ্য মানুষ ও উপযুক্ত প্রার্থীদের জন্য উনি রায়দান করছেন।'
আরও পড়ুন- বঙ্গ বিজেপির দুর্গাপুজো: ‘দুর্নীতির দেওয়াল’ পেরিয়ে ঢুকতে হবে মণ্ডপে
সাড়ে পাঁচশো দিনের ওপর এসএসসি চাকরি প্রার্থীরা মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন। রোদ-ঝড়-বৃষ্টি-ঠাণ্ডাকে উপেক্ষা করে তাঁরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ কোলে একরত্তি বাচ্চা নিয়ে ঠায় বসে রয়েছেন। তাঁদের দাবি, যোগ্য প্রার্থীদের এসএসসিতে নিয়োগ করা হোক। শিক্ষক হিসাবে এটা বড় অংশ অযোগ্য প্রার্থীদের থেকে নিয়োগ করা হয়েছে। ওই দুর্নীতির প্রতিবাদ করছেন ওই অবস্থানকারীরা। তাঁদের আশার আলো দেখিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ‘আন্দোলন চলতেই থাকবে, পুজো বাড়িতে কাটান’, চাকরিপ্রার্থীদের পরামর্শ দিলীপের
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলবন্দি। শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন কর্তা গ্রেফতার হয়েছেন দুর্নীতির মামলায়। এসএসসি মামলার তদন্ত করছে সিবিআই। রোজকার নতুন নতুন নির্দেশে তোলপাড় ফেলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দমদমের এই পুজো কমিটি সম্মান জানানোয় স্থানীয়রাও খুশি। পুজো দেখতে আসা রাজু রায়ের কথায়, 'প্রকৃতই মানুষকে শ্রদ্ধা জানিয়েছে এই ক্লাব। তাঁর নির্দেশ ও রায়ের দিকেই তাকিয়ে রয়েছে বাংলার লক্ষ-লক্ষ বেকার ও সাধারণ মানুষ।'