রাজ্যের একাধিক সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের একাংশের বকেয়া পেতে দেরি হওয়ায় যারপরনাই ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা। শিক্ষকদের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলেও এদিন মন্তব্য করেছেন বিচারপতি মান্থা।
শুক্রবার রাজ্যের একাধিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের একাংশের বকেয়া আর্থিক সুযোগ সুবিধা সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি রাজাশেখর মান্থার ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি স্কুলের শিক্ষকদের একাংশ অবসরের পর প্রাপ্য আর্থিক সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে তাঁরা মামলা করেন। সেই মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের বেনজির ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।
আরও পড়ুন- ‘বিজেপির সঙ্গে যোগ তাপসের, সব বলব’, বোমা ফাটালেন কুন্তল
এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, 'শিক্ষকরা শিক্ষাদানের মতো মহৎ কাজ করেন। শিক্ষকদের অবসরের পর তাঁদের প্রাপ্য আর্থিক সুবিধা না পাওয়াটা সত্যিই দুঃখজনক।'
আরও পড়ুন- কেষ্টর হল কী? জামিন না চেয়ে মুখে কুলুপ, হাবভাব দেখে কী বলল কোর্ট?
এদিন ভার্চুয়ালি হাইকোর্টের শুনানিতে হাজিরা দেন একাধিক জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকরা। মামলার শুনানিতে বিচারপতি মান্থা সরকারি আধিকারিকদের ভর্ৎসনা করে আরও বলেন, 'সরকারের বিভিন্ন দফতরে ফাইল হস্তান্তর প্রক্রিয়ার জেরে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন এটা মেনে নেওয়া যায় না। দ্রুত শিক্ষকদের বকেয়া মেটাতে হবে।' এরপরেই শুনানিতে হাজির জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শকদের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, 'কাল যখন আপনাদের সঙ্গেও এটা হবে তখন কী করবেন?'