ইডি হেফাজতে শরীর ভালো নেই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতারের পর প্রথমটায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে ইডি তাঁকে হেফাজতে নেয়। আপাতত সল্টলেক সিজিও কমপ্লেক্সই বালুর ঠিকানা। তবে সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি ভালো নেই বলেই এদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিজে জানিয়েছেন।
Advertisment
কী বললেন জ্যোতিপ্রিয় মল্লিক?
শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের করে আলিপুরের কম্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয় রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। সিজিও থেকে বেরনোর পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার শরীরটা খুব খারাপ। আমার বাঁ পা এবং বাঁ হাত দুটোই প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমি হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছি। ১৩ তারিখ আপনাদের সঙ্গে ব্যাঙ্কশাল আদালতে দেখা হবে।"
রেশন দুর্নীতিতে আষ্ঠেপৃষ্ঠে নাম জড়িয়েছে একদা রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ এই মন্ত্রীর। বাকিবুর রহমান তাঁরই মদতে দিনের পর দিন ধরে দুর্নীতি চালিয়ে গিয়েছে বলে দাবি ইডি সূত্রের। ইতিমধ্যেই তদন্তে নেমে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিশাল প্রতিপত্তির হদিশ পেয়েছে ইডি। হোটেল, বাড়ি থেকে জমি, মোটা টাকা ব্যাঙ্ক ব্যালেন্সের সন্ধান মিলেছে বলে দাবি। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়কও দুর্নীতির ব্যাপারে তাঁরই দিকে আঙুল তুলেছেন।
সব মিলিয়ে রেশন কাণ্ডে বেশ বিপাকেই পড়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে দল তাঁর পাশে আছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গ্রেফতারির পর থেকে একাধিকবার বালুর পাশে থাকার বার্তা দিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে বলেই মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।