/indian-express-bangla/media/media_files/2025/02/09/JxoM3dUErcHIyZ42JY0G.jpg)
Jyotipriya Mullick: দীর্ঘ ১৫ মাস পর বিধায়কের কাছে পেয়ে উচ্ছ্বসিত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠরা Photograph: (Utsab Mandal)
Jyotipriya Mullick: এলাকায় এখনও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। এখন আমার কাছে উন্নয়নই পাখির চোখ। দ্রুত সেই কাজগুলি শেষ করতে হবে। রেশন দুর্নীতি মামলায় জেলমুক্তির পর নিজের বিধানসভা কেন্দ্রে প্রবেশ করে এবারে মন্তব্য করলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘ ১৫ মাস পর বিধায়কের কাছে পেয়ে উচ্ছ্বসিত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠরা।
রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস জেলবন্দি ছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর বিধানসভায় গেলেও হাবরায় তাঁকে আসতে দেখা যায়নি। তবে হাবরার বহু নেতা-কর্মীরা তাঁর সঙ্গে তার কলকাতার বাড়িতে গিয়ে দেখা করেছেন। বিধায়ক ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁরা বাড়িতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করে নিজের বিধানসভা কেন্দ্রে আশার অনুরোধ করছিলেন। জেলমুক্তির প্রায় এক মাস পর রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে আসলেন জ্যোতিপ্রিয়।
জ্যোতিপ্রিয় মল্লিক আসার খবর পেয়ে আগে থেকেই তৃণমূল কর্মী-সমর্থকেরা হাবরা ২ নম্বর রেলগেট এলাকায় জমায়েত করেছিলেন। সেখান থেকে কর্মীদের সঙ্গে মিছিল করে হাবরা পুরসভায় আসেন বিধায়ক। মিছিলে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মিছিলে হাঁটেন হাবড়া পুরসভার বর্তমান এবং প্রাক্তন পুরপ্রধান।
পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁর শরীর ভাল আছে সুস্থ আছেন তিনি। বিধায়ক বলেন, "কর্মীদের কাছে থাকাটাই আনন্দের। আমাদের জীবনের সবটাই কর্মী। নেতাভিত্তিক না করে কর্মীভিত্তিক কাজ করলে অনেক ভাল লাগে।"
আরও পড়ুন ফের স্বমহিমায় জ্যোতিপ্রিয়, পদযাত্রা করে হাবরা পুরসভায় প্রাক্তন মন্ত্রী
একই সঙ্গে তিনি বলেন, "এখন হাবরার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কাজগুলি আমরা শুরু করেছি সেই কাজগুলি অনেকটা আমার কাছে অসমাপ্ত থেকে গেছে। কিন্তু সরকার কাজ করেছে পুরসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কাজ করেছে। তারপরও কিছুটা রাস্তার কাজ, কালভার্টের কাজ এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজও কিছুটা বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পূর্ণ করা হবে। হাবড়ার বস্ত্র হাটে দোকান বিতরণ করে দেওয়া হবে।"
একই সঙ্গে পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি এবং পুরসভার উদ্দেশ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্তা, "আমরা মিটিং-মিছিল সবই করব, কিন্তু আমাদের উন্নয়নটা সব থেকে আগে করতে হবে। উন্নয়নের কাজে কোনও কম্প্রোমাইজ আমি করি না।"