Advertisment

কাঁচা বাদামে ভুবন ওলোটপালোট করে ভাইরাল! হালফিলে সর্ষে ক্ষেতে কী করছেন বাদামকাকু?

শুধু একটি গানে গোটা দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিলেন এই বাদামকাকু।

author-image
Joyprakash Das
New Update
Kacha Badam Singer Bhuban Badyakar

গ্রাফিক্স ছবি: অংশুমান মাইতি

'বাদাম বাদাম কাঁচা বাদাম…..' এই গানের সঙ্গে বলিউড, হলিউডও পা নাচিয়েছে, কোমর দুলিয়েছে। তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল বীরভূমের দুবরাজপুরের করালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান। ছোট-বড় সকলের মুখে মুখে এই ভাইরাল গান। সামাজিক মাধ্যম খুললেই কানে বাজতো এই 'বাদাম বাদাম….'। শুধু এই বাংলার নয় পাশের ওপার বাংলা থেকেও ছুটে আসছিলেন ইউটিউবাররা। রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠেছিলেন ভুবনবাবু। নিজেও তা মনে করতেন। কিন্তু এখন কেমন আছেন এই 'বাদাম কাকু'? কি করছেন তিনি? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিস্তারিত জানালেন বছর ছাপ্পান্নর ভুবন বাদ্যকার।

Advertisment

গলায় বেশ হতাশার সুর ভুবন বাদ্যকারের। কেমন প্রোগ্রাম পাচ্ছেন? জবাবে বাদামকাকু ভুবন বললেন, 'মাচা শো কমে গিয়েছে। সেভাবে আর অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ আসছে না। দু'মাস, তিন মাস পরে একটা প্রোগ্রাম পাচ্ছি। ছেলে কাজ করছে তার ওপর নির্ভর করে সংসার চলছে। সংসার চালাতে হিমশিম অবস্থা।' তাহলে এখন আপনি কী করছেন? বাদামকাকু বলেন, 'এখন আমি চাষ করছি। সাড়ে ১৭ কাঠা জমিতে সর্ষে লাগিয়েছি। অন্যের জমিতে চাষ করছি। তাঁকে অবশ্য কিছু দিতে হয় না। আগে তো চাষ করেই চলত। বাড়িতে মূলোসহ কিছু সবজি লাগিয়েছি। তবে এই দিয়ে কি সংসার চলে? ছেলে সিভিক পুলিশে কাজ করছে বলে কোনওরকমে সংসার চলছে।'

আগে বাইক নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন করালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করতে করতে গান গাইতেন। 'বাদাম বাদাম কাঁচা বাদাম….. 'এই গানই তখন ভাইরাল হয়ে যায়। তাঁর বাড়িতে ভিড় জমাতে থাকে ইউটিউবাররা, আসেন বাংলাদেশ থেকেও। নানা অনুষ্ঠান ছাড়াও ২০২১ নির্বাচনী প্রচারে ডাক পান ভুবন বাদ্যকার। তখন বাদাম বাদাম গানে বাংলা তোলপাড়। কেউ তো স্বর উঁচিয়ে, কেউ বা মিনিমিনিয়ে করতেন সেই গান।

তাহলে কি আবার বাদাম বিক্রি করতে হবে? জবাবে ভুবন বাদ্যকর বলেন, 'একটু চাপে পড়েছি। দেখুন বাদাম বিক্রি করতে হবে। না করলে খাব কি? প্রোগ্রাম না পেলে কি করে সংসার চালবে? ওই চাষে আর কতদিন চলবে? গান করতে করতে বাদাম বিক্রি করলে খদ্দের বেড়ে যাবে। কিন্তু ভালো বাদাম পাচ্ছি না। ২-৩কেজি বাদাম বিক্রি হবে। এপাশে মানুষের কোনও রোজগার নেই। কষ্টে সংসার চলছে। কি করব বলুন।' পাশাপাশি বাংলাদেশের এক ইউটিউবারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, 'জনৈক ইউটিউবার আমাকে অভিনয় করতে বলেছিল, সেটাই পরে সবাই সত্য মনে করেছিল। তার ফলে আমার দুর্নাম হয়েছে। অনুষ্ঠান পাওয়া কমে গিয়েছে।'

আরও পড়ুন- Premium: কবিগুরু থেকে নেতাজি, ২০০ বছরের পুরনো এই দোকানের আতরের আদরে মাখামাখি থাকতেন

গ্রামে নতুন বাড়ি তৈরি করেছিলেন ভুবন বাদ্যকর। তারপর পুরনো চারচাকার গাড়ি কিনেছিলেন এই 'ভাইরাল' সেলিব্রিটি। সেই গাড়িটির কি হাল? ভুবনবাবু বলেন, 'গাড়ি নিয়ে একবার এক্সিডেন্ট করেছিলাম। সেই গাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন বাইক নিয়ে ঘুরছি। বাড়িটা থাকার মতো হয়েছে।' তাঁর বড় ছেলে মলয় বাদ্যকার দুবরাজপুর থানায় সিভিক ভলান্টিয়ারের চাকরি করেন। আরেক ছেলে সুরজ ও মেয়ে অঞ্জনা। পরিবারের অন্যরা পাখা বোনার কাজ করে, জানান তিনি। একটা গান এত খ্যাতি দিল এখন কেউ তেমন ডাকছে না আপনাকে। মন খারাপ হয় না?

আরও পড়ুন- ধনকড়ের ‘মিমিক্রি’: কল্যাণের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা

ভুবনবাবুর জবাব, 'মন খারাপ করে কি আর করব। কিছু তো করার নেই।' তাঁর আফশোস, 'বাদাম শব্দের গানে কপিরাইট রয়েছে অন্যের। তাই ইউটিউবেও তাঁর গান চালানো যাচ্ছে না।' গত ১৭ ডিসেম্বর খড়্গপুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন ভুবন বাদ্যকর। সেকথা জানিয়ে তিনি বলেন, 'স্টেজ প্রোগ্রামে ৫-৬টা গান করি। টুকটাক অনুষ্ঠান পাচ্ছি। আগে যেমন চলছিল তেমন চলছে না। সংসার চালানোর টাকা হচ্ছে না।'

West Bengal Kacha Badam bhuban badykar
Advertisment