তলে তলে রফা পাকা? অনুপম তৃণমূলে ফিরলেই লুফে নেবেন কাজল!

কেন্দ্রীয় সরকার নিরাপত্তা সরিয়ে নিতেই অনুপম হাজরাকে বিরাট ওয়েলকাম কাজল শেখের।

কেন্দ্রীয় সরকার নিরাপত্তা সরিয়ে নিতেই অনুপম হাজরাকে বিরাট ওয়েলকাম কাজল শেখের।

author-image
IE Bangla Web Desk
New Update
Kajal Sheikh will welcomes Anupam Hazra if he return Tmc

বাঁদিকে তৃণমূল নেতা কাজল শেখ ও ডানদিকে বিজেপি নেতা অনুপম হাজরা।

খেলা কি ঘুরল বলে! কেন্দ্র সুরক্ষা সরাতেই অনুপম হাজরাকে বিরাট ওয়েলকাম কাজল শেখের। কেষ্ট গড়ের আর এক প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ। বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল। অনুপম হাজরা তৃণমূলে ফিরে এলে তাঁকে স্বাগত জানাবেন বলেই অকপটে জানিয়েচেন কাজল শেখ। এব্যাপারে আরও কী কী বলেছেন কাজল?

Advertisment

অনুপম হাজরা ইস্যুতে কাজল শেখের মন্তব্য:

"অনুপম হাজরা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। যদিও এখন উনি বিজেপিতে আছেন। কিন্তু ভালোকে তো খারাপ বলতে পারব না। অনুপম হয়তো এখন বুঝতে পারছেন যে তাঁর সঙ্গে অন্যায় করা হচ্ছে। তাই বোধ হয় সত্যিটা বলে ফেলছেন। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন শুভবুদ্ধিসম্পন্ন কোনও মানুষই তা সমর্থন করতে পারেন না। অনুপমও তার বিরোধিতা করেছেন। অনুপম হাজরা তৃণমূলে ফিরতে চাইলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলুক। অনুপম তৃণমূলে এলে আমি স্বাগত জানাব।"

Advertisment

উল্লেখ্য, এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তবে কিছুদিন আগেই তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। যা ঘিরে জল্পনার পারদ তুঙ্গে উঠছে। বিজেপির বঙ্গ নেতৃত্বের কয়েকজনের সঙ্গে অনুপমের সম্পর্ক ভালো নয়। বিশেষ করে খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বারবার একাধিক ইস্যুতে প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। সুকান্তও তার পাল্টা জবাব দিয়েছেন।

আরও পড়ুন- এবার বিজেপিতেও ‘খেলা হবে’? অনুপমকে বিঁধতে গিয়ে কী বলে বসলেন সুকান্ত?

এসবে রাজ্য বিজেপির ভিতরের কোন্দল বারবার সামনে এসেছে। তবে দলত্যাগ বা তৃণমূলে যোগ দেওয়ার কোনও ইঙ্গিত কিন্তু অনুপম হাজরা এখনও দেননি। এব্যাপারে কোনও মন্তব্যও তিনি করেননি। তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে যা রটছে, সেটা ভিত্তিহীন বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন বিজেপি নেতা।

আরও পড়ুন- Premium: নুন আনতে পান্তা ফুরোয়, বাংলার মঙ্গল কামনায় পায়ে হেঁটেই রামমন্দির রওনা দিনমজুরের

tmc bjp West Bengal Anupam Hazra kajal shaikh