ধেয়ে আসছে কালবৈশাখী! সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

ফের এক দফায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়।

ফের এক দফায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
kalbaisakhi may lashes some district of south bengal

আবারও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

অসহ্য গরম থেকে রেহাই মিলেছে আগেই। দিন কয়েক ধরেই দাবদাহের পরিস্থিতি আর নেই। বরং মাঝেমধ্যে হালকা-ঝিরঝিরে বৃষ্টিতে স্বস্তির আবহাওয়াই রয়েছে। এবার দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এমনকী হতে পারে শিলাবৃষ্টিও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় শিলাবৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন- চাইলে সকালে গিয়ে সন্ধেতেও ফিরতে পারেন, হাওড়া-পুরী বন্দে ভারতের ভাড়া কত?

Advertisment

এরই পাশাপাশি আগামিকাল শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামিকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একইসঙ্গে একাধিক জেলায় কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এই ঝড়-বৃষ্টির হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Thunderstorm Weather Report Rainfall in Bengal Kolkata Weather