Kali Puja Weather Forecast: গোটা পুজোর মাস বৃষ্টিতে ভিজেছে বাংলা। এবার শীত আসার পালা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নিয়েছে। নতুন করে আর নিম্নচাপের আশঙ্কা নেই। তাই কালীপুজো এবং ভাইফোঁটার সময় মোটের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।
কালীপুজোর আগে শীতের আমেজ
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজো এবং দীপাবলিতে হালকা বৃষ্টি হতে পারে, তাও তার সম্ভাবনা খুবই কম। ভাইফোঁটায় মেঘুমুক্ত আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কালীপুজোর আগে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কালীপুজোর আগে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।
কালীপুজোয় বৃষ্টি হবে?
দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে খুব সামান্য। কিছু জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। তবে শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের হালকা আমেজ শুরু হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু হবে। শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী।
আরও পড়ুন কালীপুজো ভাসাবে বৃষ্টি? আলোর উৎসবের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট জানুন এখনই!
উত্তরবঙ্গে শীত কবে?
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমবে ডুয়ার্সের জেলাগুলিতে। নভেম্বরের শুরু থেকে শুষ্ক আবহাওয়া অনুভব করা যাবে উত্তরবঙ্গে।