Kali Puja Weather: কালীপুজো ভাসাবে বৃষ্টি? আলোর উৎসবের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট জানুন এখনই!

Kali Puja Weather Update: আগামী বৃহস্পতিবার কালীপুজো। তার আগে মোটের উপর মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে। কালীপুজোর মুখে ফের আবহাওয়ায় বিশাল বদল? জানুন এখনই।

Kali Puja Weather Update: আগামী বৃহস্পতিবার কালীপুজো। তার আগে মোটের উপর মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে। কালীপুজোর মুখে ফের আবহাওয়ায় বিশাল বদল? জানুন এখনই।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kali Puja Weather: কালীপুজো ২০২৪, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

Weather Update: কালীপুজোর আবহাওয়া কেমন থাকবে জানুন?

Kali Puja Weather Forecast: কালীপুজোর (Kali Puja 2024) বাকি আর মাত্র দিন কয়েক। ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) প্রভাবে গত সপ্তাহের শেষের ক'দিন মারকাটারি বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেরও বেশ কয়েকটি জেলা। তবে গত শনিবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি চোখে পড়তে শুরু করে জেলায়-জেলায়। আগামী বৃহস্পতিবার কালীপুজো। ওই দিন কেমন থাকবে আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কালীপুজো এবং দীপাবলিতে (Diwali 2024) বৃষ্টি (Rain) নিয়ে তেমন সমস্যায় পড়তে হবে না। আলোর উৎসবে বাধ সাধবে না বৃষ্টি। তবে দুই-একটি জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এবার ধীরে ধীরে গোটা রাজ্যেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া অনুভূত হতে শুরু করবে। আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কোনও কোনও জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Fire in Kolkata: কলকাতায় ফের বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Advertisment

আরও পড়ুন- great teacher:অদম্য জেদ আর অফুরান ইচ্ছাশক্তিতে বেনজির কীর্তি! অবসরপ্রাপ্ত তিন শিক্ষকের এগল্প প্রেরণা দেবে!

ঘূর্ণিঝড় দানার প্রভাবে গত সপ্তাহের শেষের ক'দিন তুমুল দুর্যোগ দেখেছে বাংলা। এক নাগাড়ে চলা ঝড়-বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল জেলায়-জেলায়। কলকাতা শহরেরও বিভিন্ন প্রান্তে জল জমে গিয়েছিল। তবে ঘূর্ণিঝড় শক্তি হারানোর পর থেকেই বঙ্গের আবহাওয়ায় উন্নতি লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন- Tanmay Bhattacharya Suspended: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম

গত শুক্রবারের পর শনিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় উন্নতি চোখে পড়েছে। আপাতত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কমে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে।

Kolkata Weather Kalipuja 2024 weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office