/indian-express-bangla/media/media_files/2025/06/22/kaliganj-bypoll-2025-06-22-17-43-34.jpg)
জয়ের ব্যবধানে নজর সকলের Photograph: (পার্থ পাল)
Kaliganj Bypoll: বৃষ্টি হওয়ায় ভোট শতাংশ কম ও সাবোতাজের আশঙ্কায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পারবে কি তাঁর প্রয়াত বাবা নাসিরুদ্দিন আহমেদের জয়ের মার্জিনকে পেরিয়ে যেতে? এই মুহূর্তে এটাই জেলায় রাজনৈতিক মহলে লাখ টাকার প্রশ্ন। ২০২১ সালে ৮৪.৩০ শতাংশ ভোট পড়েছিল। ২০২৪ সালেও ৮০ শতাংশ ভোট পড়ে। এবার কালীগঞ্জ উপনির্বাচন নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে।
এলাকায় দু' বারের জনপ্রিয় বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হওয়ায় এই উপনির্বাচন। সেক্ষেত্রে প্রবল আবেগ সহানুভূতি রয়েছে। একইসঙ্গে প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে দ্বিধা দ্বন্দ্বও রয়েছে। যা প্রচারের প্রথমদিকে তৃণমূলের দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতিতেই এক প্রকার স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন - ইরান-ইজরায়েল ভয়ঙ্কর সংঘাত আবহে ইরানি প্রেসিডেন্টকে ফোন মোদীর, কী বার্তা প্রধানমন্ত্রীর?
প্রসঙ্গত ১ ফেব্রুয়ারি প্রয়াত হন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ কেন্দ্রের এই উপনির্বাচন। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র সহ দেশের ৪ রাজ্যের ৫ টি বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হয়েছে। তাই রাজ্যের একমাত্র ১ টি বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হওয়ার অশান্তি রুখতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে শান্তিপূর্ণ করতে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। এরপরও প্রবল বৃষ্টি মাথায় নিয়ে ভোটাররা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর বক্তব্যকে উড়িয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বললেন, 'এত কেন্দ্রীয় বাহিনী থাকার পরও ছাপ্পার অভিযোগ তোলা হচ্ছে! এসব যুক্তি খাটে না। বিজেপি ব্যাপক ভোটে হারবে মানুষ জেনে গিয়েই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তাই মানুষ ভোট দিয়েছে।' ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার এই ভোটের গণনা আছে। তার আগে এই কেন্দ্রে থেকে কে জয়লাভ করবে, কত ভোটের মর্জিনে জয়লাভ করবে এই মুহূর্তে এটাই চর্চার বিষয়।
৫৮ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৫৩ শতাংশের বেশি ভোট পেয়ে ২০২১ সালে নাসিরুদ্দিন আহমেদ প্রায় ৪৭ হাজার ভোটে জয়লাভ করে। বিজেপি প্রায় ৩১ শতাংশ ভোট পেয়েছিল। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বলেই রাজনৈতিক মহলের মত। তবে তিনি কি পারবেন তাঁর প্রয়াত বাবা নাসিরুদ্দিন আহমেদের জয়ের মার্জিনকে পেরিয়ে যেতে? এটাই জেলায় রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। ভোটের দিন বৃষ্টিতে পোলিং পারসেন্টেজ কম ও তৃণমূল কংগ্রেসের সাবোতাজের আশঙ্কাতে বিড়ম্বনা দেখা দিয়েছে।
২০২১ সালে ৮৪.৩০ শতাংশ ভোট পোল হয়েছিল। এভাবেই কালীগঞ্জ বিধানসভায় ২০২১ সালে ২ লক্ষ ৪ হাজার ৬৯০ ভোট পোল হয়েছিল। ২০২৫ সালে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ১৩ টি পঞ্চায়েতে কম ভোট পোল হয়েছে। মোট ১ লক্ষ ৮৫ হাজার ভোট পোল হয়েছে। এই উপনির্বাচনে ৭৩ শতাংশ ভোট পোল হয়েছে। এমনকি তৃণমূলে সাবোতাজের আশঙ্কাও আছে। জানা গিয়েছে, ২০২১ সালে বড় চাঁদঘর পঞ্চায়েতে ২২ হাজার ১২ টি ভোট পোল হয়েছিল। এবার সেখানে ২০ হাজার ৭৭০ টি ভোট পোল হয়েছে। এই পঞ্চায়েতে ১০ শতাংশ ভোট কম পড়েছে। ২০২১ সালে গোবরা পঞ্চায়েতে ১৬ হাজার ২৭৭ টি ভোট পোল হয়েছিল। এবার সেখানে ১৪ হাজার ৮০১ টি ভোট পোল হয়েছে। এখানেও ৯ শতাংশের বেশি ভোট কম পোল হয়েছে। মীরা -১ পঞ্চায়েতে ১৩ হাজার ৩৭০ টি ভোট পোল হয়েছিল। এবার সেখানে ১১ হাজার ৫১৮ টি ভোট পোল হয়েছে। এখানেও ১২ শতাংশের বেশি ভোট কম পোল হয়েছে। পলাশী-২ পঞ্চায়েতে ৯ হাজার ১৯৯ টি ভোট পোল হয়েছিল। এবার সেখানে ৮ হাজার ১৬৪ টি ভোট পোল হয়েছে। এখানেও ১০ শতাংশের বেশি ভোট কম পোল হয়েছে। হিন্দু ও মুসলিম প্রাধান্য থাকা ১৩ টি পঞ্চায়েতে ভোট পারসেন্টেজ কমেছে। তার সুবিধা কোন দল পাবে এটাই প্রশ্ন। সব দলই দাবি করেছে তারা এতে লাভবান হবে। এ নিয়ে চর্চা হচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, সাবোতাজের বিষয় যতই আলোচনা হোক, মানুষ উন্নয়নে ভোট দেবে। তাই জয়ের মার্জিন বেড়ে যাবে।'