Kalyan Banerjee: 'সৌগত রায়ের কোনও ক্যারেক্টার আছে? নারদার চোর', বেনজির আক্রমণ কল্যাণের, নিশানায় মহিলা সাংসদও

Kalyan Banerjee attacks Sougata Roy: তৃণমূলে নজিরবিহীন সংঘাত। দলেরই বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে তীব্র ভাষায় আক্রমণ কল্যাম বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নিশানায় তৃণমূলেরই আরও দুই সাংসদ।

Kalyan Banerjee attacks Sougata Roy: তৃণমূলে নজিরবিহীন সংঘাত। দলেরই বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে তীব্র ভাষায় আক্রমণ কল্যাম বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নিশানায় তৃণমূলেরই আরও দুই সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyan Banerjee attacks tmc mp sougata roy and 3 others,কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সৌগত রায়,মহুয়া মৈত্র

Kalyan Banerjee & Sougata Roy: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়।

Kalyan Banerjee attacks tmc mp sougata roy and 3 others: তৃণমূলে বেনজির সংঘাত! বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে 'চোর' বললেন তৃণমূলেরই অপর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সৌগত রায়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এরই পাশাপাশি তৃণমূলের আরও এক মহিলা সাংসদ-সহ জোড়াফুলেরই সাংসদ কীর্তি আজাদও কল্যাণের নিশানায়। 

Advertisment

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সৌগত রায়ের কোনও ক্যারেক্টর আছে? নারদার চোর সাংসদ সৌগত রায়। নারদার টাকা নিয়েছেন সৌগত রায়। আমাকে জেলে ঢোকাবে বলেছেন মহিলা সাংসদ। আমার মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলেছেন ওই মহিলা সাংসদ। আমাকে বলা হয় জেলে ঢোকাবো। শুধু আদানি আর মোদীকে নিয়ে কথা বলেন ওই মহিলা সাংসদ। বাইরে থেকে এসেছেন আমাদেরই এক সাংসদ ভিডিও করে বাইরে ছেড়ে দিয়েছেন। সংসদে আমি লড়াই করি। একটা অধিবেশনে আসব না বুঝবে কী হয়! সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমার ভুল হয়ে থাকলে দিদি বলুন, ইস্তফা দিয়ে চলে যাব।"

এর আগে BJP নেতা অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটি পোস্ট করে বিজেপি নেতা কটাক্ষ করে লিখেছেন, "৪ঠা এপ্রিল, ২০২৫ তারিখে নির্বাচন কমিশনের দফতরে দুই তৃণমূল সাংসদের মধ্যে প্রকাশ্যে ঝগড়ার পরপরই, ক্ষুব্ধ সাংসদ 'ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি (ভিআইএল)'-এর বিরুদ্ধে অপবাদ দিতে থাকেন...এই জিনিসগুলো দিয়েই কিংবদন্তি তৈরি হয়!"

Advertisment

আরও পড়ুন- SSC Recruitment Case: চাকরি বাঁচাতে মরিয়া চেষ্টা, 'মাস্টারপ্ল্যান রেডি', আটঘাট বেধেই এবার কোন পথে চাকরিহারারা?

tmc Kalyan Banerjee Sougata Roy Bengali News Today