/indian-express-bangla/media/media_files/2025/04/08/sU03oaCbsXNaR3Qzf1fD.jpg)
WB SSC Recruitment Scam Case: কলকাতার রাজপথে চাকরিহারাদের বিক্ষোভ। ফাইল ছবি।
SSC Verdict News: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে গত বৃহস্পতিবারই এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বড়সড় প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে তাতেও খুশি নন চাকরিহারারা। চাকরি বাঁচাতে এবার নয়া পদক্ষেপের পথে চাকরিহারারা।
কলকাতা শহীদ মিনার চত্বরে মঙ্গলবারও চাকরিহারারা সমবেত হয়েছিলেন। আন্দোলনের রূপরেখা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। সুপ্রিম রায় নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কোন পথে? কিভাবে আগামীতে তাদের আন্দোলন চলবে? এসব নিয়েই আজ একপ্রস্ত আলোচনা করেছেন চাকরিহারারা। তবে এবার রাষ্ট্রপতি সঙ্গে দেখা করতে চান তারা। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মর সঙ্গে দেখা করে নিজেদের যন্ত্রনার কথা তারা জানাবেন, এমনই পরিকল্পনা রয়েছে তাদের।
দক্ষিণ ২৪ পরগনার সুভাষনগর হাই স্কুলের চাকরিহারা শিক্ষক রজত হালদার। শহীদ মিনারের পাদদেশে চাকরিহারাদের জমায়েতে তিনিও শামিল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে চাকরিহারা শিক্ষক রজত হালদার বলেন, "যারা দুর্নীতি করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করল, সেই মন্ত্রীসভাকে কিছু বলা হল না আজ। সুপ্রিম কোর্টের সেই একই বিচারপতি আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করলেন। আমাদের মনে হয় এক্ষেত্রে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এছাড়া আমাদের কাছে আর কোনও পথ নেই। এখনও রিভিউ পিটিশনের লিগাল কাজকর্ম আমাদের করতে হচ্ছে। এরই পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনের কর্মসূচিও চলছে। রাষ্ট্রপতির কাছে আমরা আবেদনও করছি।"
মঙ্গলবার রাজ্য সরকারের মন্ত্রীসভার সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টের আগের দেওয়া নির্দেশ খারিজ করেছেন। শীর্ষ আদালত জানিয়েছেন, সাংবিধানিক পদ্ধতিতে মন্ত্রীসভা অতিরিক্ত শূন্যপদ তৈরির মতো সিদ্ধান্ত নিতেই পারে। এক্ষেত্রে সেই সিদ্ধান্তে রাজ্যপালও অনুমোদন দিয়েছেন। এই পরিস্থিতিতে বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি দেশের সর্বোচ্চ আদালত।