/indian-express-bangla/media/media_files/2025/01/03/S4XJwHbeL3rXIFyHXErU.jpg)
Kalyan Banerjee & Kunal Ghosh: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ।
Kalyan Banerjee supports Kunal Ghosh on artists boycott issue over RG kar issue: আরজি কর (RG Kar) কাণ্ডে পথে নামা শিল্পীদের একাংশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কুণাল ঘোষ। তবে কুণালের মন্তব্যে দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সায় নেই। এরপরেও দমেননি কুণাল। বক্তব্যে অনড় থেকে 'মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে' শীর্ষক মন্তব্য শোনা গিয়েছে কুণালের মুখ থেকে। তবে শিল্পীদের বয়কট ইস্যুতে এবার কুণালের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবার প্রায় কুণাল ঘোষের সুরেই আরজি কর ইস্যুতে সরকার বিরোধিতায় পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বলেছেন, "যেসব শিল্পীরা চটি চাটা বা চটি মারো তালে তালে-র মতো মন্তব্য করেছিলেনন, তাঁদের দলের অনুষ্ঠানে ডাকা হবে কেন?"
উল্লেখ্য, সম্প্রতি কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রী-সহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন মঞ্চে না দেখা যায়। এই শীতে এঁদের বয়কট করা হোক। কোনো তৃণমূল নেতার কোনো বিভ্রান্তি থাকলে উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। কর্মী সমর্থকদের আবেগকে সম্মান দিন।"
তবে কুণাল ঘোষের এই মন্তব্যে সায় নেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল তিনি জানিয়েছেন, কুণাল ঘোষের মন্তব্যে তাঁর সমর্থন নেই। বরং সোজাসুজি অভিষেক জানিয়ে দেন, এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিছু জানাননি। কুণালের মন্তব্য দলের নয় বলেও স্পষ্ট করে দেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক।