করোনার তৃতীয় ধাক্কায় বেসামাল বাংলা। ফি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল কামারপুকুর মঠ ও মিশন। বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। স্বামী বিবেকানন্দের কলকাতার সিমলা স্ট্রেটির বাড়িতেও আপাতত পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
গোটা দেশে বেলাগাম সংক্রমণ। এরাজ্যেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ। আপাতত অনির্দিষ্টকালের জন্য মঠ ও মিশনে ভক্তদের প্রবেশ বন্ধ রাখরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার থেকেই বন্ধ কামারপুকুর মঠ ও মিশন।
আপাতত ভক্তদের দর্শন ও মন্দিরে ঢোকা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি মঠ কর্তৃপক্ষ জানিয়েছে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন মঠ বন্ধ রাখা হবে। তবে পরিস্থিতি অনুকূলে এলে ফের খুলবে মঠ। সেক্ষেত্রে ফের নোটিশ দিয়ে মঠ ও মিশন খোলার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
এদিকে কলকাতাতেও লাগামছাড়া সংক্রমণের জেরে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। আগামী ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। প্রতি বছর এই দিনটি সাড়ম্বরে পালন করা হয়ে থাকে। বিবেকানন্দের বাড়িতে ভিড় জমে যায় পর্যটকদের। বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আসেন স্বামীজির মূর্তিতে মালা দিতে। রাজ্য সরকারের তরফে এই দিনটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। তবে এবার করোনার বাড়বড়ন্তের জেরে অনাড়ম্বরভাবেই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হবে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে।
আরও পড়ুন- বেলাগাম সংক্রমণ দেশজুড়ে, এই আবহেই আজ শুরু করোনা টিকার বুস্টার ডোজের প্রয়োগ
উল্লেখ্য, করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার নেওয়ায় গত বছরেও জুলাই মাসে হুগলির কামারপুকুর মঠ ও মিশন বন্ধ করে দেওয়া হয়। মাঝে গুরু পূর্ণিমায় মঠ খুললেও ফের বন্ধ হয়ে যায়। রাজ্যে সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে গত বছরের ১৯ অগাস্ট থেকে ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মঠ ও মিশন।
এবার ফের একবার করোনার করাল গ্রাসে গোটা বাংলা। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনার পরে ভক্তদের স্বার্থে এবার ফের একবার তালা ঝুলল রাজ্যের অন্যতম এই পর্যটন কেন্দ্রে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারপুকপর মঠ ও মিশন।
রাজ্যজুড়ে বেলাগামা করোনার সংক্রমণ। রবিবার সন্ধেয় স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ২৪ হাজারের বেশি, মৃত্যু ১৮ জনের। এই মুহূর্তে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭৮,১১১। গতকাল পর্যন্ত সংক্রমণের হার ছিল ৩৩.৮৯%।