Karur Stampede: অভিনেতা বিজয়ের র‍্যালিতে উপচে পড়া ভিড়, পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৯, আহত কমপক্ষে ৫০, শোকপ্রকাশ মোদীর

Karur Stampede: উৎসব আবহে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৯জনের। আহত কমপক্ষে ৫০। নিহতদের মধ্যে রয়েছেন ৮ শিশু ও ১৬ মহিলাও। বাড়তে পারে মৃতের সংখ্যা।

Karur Stampede: উৎসব আবহে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৯জনের। আহত কমপক্ষে ৫০। নিহতদের মধ্যে রয়েছেন ৮ শিশু ও ১৬ মহিলাও। বাড়তে পারে মৃতের সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
stampede

উৎসব আবহে মর্মান্তিক দুর্ঘটনা

Karur Stampede: উৎসব আবহে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৯জনের। আহত কমপক্ষে ৫০। নিহতদের মধ্যে রয়েছেন ৮ শিশু ও ১৬ মহিলাও। বাড়তে পারে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ৩৫ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

Advertisment

তামিলনাড়ুর কারুরে টিভিকে (TVK) প্রধান বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। অভিনেতা এবং টিভিকে প্রধান বিজয়ের নির্বাচনী সমাবেশে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত হয়েছেন প্রায় ৪০ জন।  এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন-বন্ধ হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো? বিতর্ক কোথায়?

তিনি X-এ লিখেছেন, "কারুরে এই রাজনৈতিক সমাবেশের সময় যে দুর্ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" সিএম স্ট্যালিন এবং পালানিস্বামীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। 

Advertisment

এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এবং বিধানসভার বিরোধী দলনেতা এডাপ্পাদি কে. পালানিস্বামীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা'। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই ঘটনায় উদ্বেগ  প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কারুরে কী কারণে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা?  

সূত্রের খবর, সমাবেশে এতটাই ভিড় ছিল যে 'নিঃশ্বাস' নেওয়ারও জায়গা ছিল না।  গরম এবং ধাক্কাধাক্কির কারণে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাড়াহুড়োতে ঘটে যায় পদপিষ্টের ঘটনা। তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণের বাইরে ভিড়ের কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন-দুর্গার পায়ের নিচে ইউনুস, হাতে কাটা শাহবাজের প্রতিচ্ছবি

এদিকে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। সাংবাদিক সম্মেলনে বিজয়কে গ্রেফতার করা হবে কি না প্রশ্ন উঠতেই তিনি জানান, “এই ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগতীশনের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক উদ্দেশ্যে এখনই কিছু বলা আমি সঠিক মনে করি না।” সরকারি ভাবে জানানো হয়েছে, কমিশনের তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ পাবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Tamilnadu accident