/indian-express-bangla/media/media_files/2025/09/27/cats-2025-09-27-18-30-28.jpg)
দুর্গার পায়ের নিচে ইউনুস, হাতে কাটা শাহবাজের প্রতিচ্ছবি
বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গাপুজো এ বছর বিশেষভাবে নজর কেড়েছে। প্রতিবছর নতুনত্বের ছোঁয়া নিয়ে হাজির হয় এই পুজো কমিটি। এবারের থিমের নাম ‘দহন’। উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনাই তাঁদের মূল উদ্দেশ্য। তাই অসুররূপী চরিত্রগুলিতে ফুটে উঠেছে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির ইঙ্গিত।
পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, পুজো বন্ধের হুঙ্কার সজল ঘোষের
প্যান্ডেলে প্রবেশ করলেই দর্শনার্থীদের চোখে পড়ছে এক অভিনব দৃশ্য। মা দুর্গার পায়ের নিচে যে অসুর, তার চেহারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস সরকারের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। অন্যদিকে, দেবীর হাতে কাটা মাথাটি দেখতে অনেকটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আদলের মতো। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি যেন এখানে অসুরের আকারে প্রতিফলিত হয়েছে।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আমাদের দেশ বারবার বাইরের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। সাধারণ মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। তাই আমরা এই থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছি, মা দুর্গার শক্তি যেমন অসুর বিনাশ করে, তেমনই আমাদের দেশের সমস্ত শত্রুরও ধ্বংস হবে।’’
প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই থিমপুজো দেখতে। অনেকে এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখলেও উদ্যোক্তাদের দাবি, তাঁদের লক্ষ্য কেবল দেশপ্রেম জাগানো এবং সমাজকে দায়িত্বশীল বার্তা দেওয়া। দর্শনার্থীরাও জানিয়েছেন, প্যান্ডেলের প্রতিটি সাজসজ্জা ও প্রতিমার ভঙ্গিমা দেশমাতৃকার বিজয়ের প্রতীক হিসেবে বিশেষভাবে আবেগ জাগাচ্ছে।
এই অভিনব উদ্যোগে বহরমপুরের এই পুজো ইতিমধ্যেই শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেউ কেউ একে বিতর্কিত বললেও, অধিকাংশ মানুষই মনে করছেন, দেশের প্রতি ভালবাসা জাগাতে এমন সাহসী উদ্যোগ প্রশংসার যোগ্য।