/indian-express-bangla/media/media_files/2025/06/29/ncw-kasba-rape-case-2025-06-29-11-01-09.jpg)
Kasba Law College closed: গতকাল কসবার ল' কলেজে গিয়ে বাধার মুখে পড়তে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলকে।
Kasba Law College closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কসবার ল' কলেজ। কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে এই কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে। সোমবার কসবা-কাণ্ডের প্রতিবাদে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় তুমুল বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। এই আবহে এবার কসবার সেই ল' কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সাউথ ক্যালকাটা ল' কলেজ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কলেজের পড়ুয়াদেরই একাংশ। কলেজে এখনও নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন ছাত্রী। গতকাল ওই কলেজে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলকে। আজ কলেজে গিয়ে একই বাধার মুখে পড়তে হয় BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে। কলেজে ঢোকার সময় তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।
তবে এবার কর্তৃপক্ষের অনির্দিষ্টকালীন কলেজ বন্ধের নোটিশে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন APDR-এর এই সিদ্ধান্তের সমালোচনা করে কসবার ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: বর্ষার বিকেলে স্তব্ধ কলকাতা, কসবা গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদে ধুন্ধুমার
এদিকে কসবা কাণ্ডের প্রতিবাদে এককাট্টা মেজাজ বিরোধীদের। সোমবার শিলিগুড়ি, বালুরঘাট, মালদার পাশাপাশি শহর কলকাতায় তুমুল বিক্ষোভ বিরোধীদের। সোমবার বিকেলে কলকাতায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে ABVP।
বিজেপির যুব সংগঠনের 'লালবাজার চলো' অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় এবিভিপি কর্মী-সমর্থকদের। রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা। দফায় দফায় চলে প্রতিবাদ-বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে টেনে হিঁচড়ে ABVP কর্মীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।