/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/army.jpg)
সাত সকালেই গুলির আওয়াজ, কেঁপে উঠল উপত্যকা, ফের সংঘর্ষ বিরোধী পাকিস্তানের?
Jammu & Kashmir Encounter: ফের জঙ্গি নিধন! আবারও দাপট দেখালো ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের ত্রালে বন্দুকযুদ্ধে নিকেশ তিন জঙ্গি।
আবারও, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বড়সড় পদক্ষেপে তিন জৈশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় এখনও অভিযান চলছে, কারণ ধারণা করা হচ্ছে আরও ২ থেকে ৩ জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে। ৪৮ ঘন্টার মধ্যে পুলওয়ামায় দ্বিতীয় এনকাউন্টার। এর আগে মঙ্গলবার, শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীও একটি বড় সাফল্য অর্জন করেছে। অপারেশন 'কেলার'-এর অধীনে তিনজন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী নিহত হয়েছে।
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সুপ্রিম 'ধমক' বিজেপির শাহ' কে
কাশ্মীর উপত্যকায় ফের সক্রিয় সন্ত্রাসবাদী বিরোধী অভিযান। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ত্রাল এলাকায় জঙ্গিদের ধরতে শুরু হয়েছে বিশেষ তল্লাশি অভিযান। চলচজে সেনা জঙ্গি এনকাউন্টার। জম্মু-কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে নাদের এলাকায় দুই জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলেই জানা গিয়েছে।
কাশ্মীর জোন পুলিশ তাদের 'এক্স' (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, “অবন্তীপোরার ত্রাল এলাকার নাদেরে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনী একটি এনকাউন্টার শুরু করেছে।” অপারেশন শুরু হওয়ার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
#Encounter has started at Nader, Tral area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 15, 2025
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গিরা কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে এসেছিল। তবে এখনো পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুই জঙ্গি এলাকায় উপস্থিত রয়েছে বলে জানা গেছে।
'অপারেশন সিন্দুর'-এর পর সাফল্য
এর আগে 'অপারেশন সিন্দুর'-এ একাধিক সন্ত্রাসীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। চলতি বছরে উপত্যকাজুড়ে লাগাতার অভিযান চালিয়ে বহু জঙ্গিকে খতম করা হয়েছে। ত্রাল-সহ কাশ্মীরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত, বাড়ানো হয়েছে নজরদারি
ত্রাল এলাকায় এনকাউন্টারের কারণে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।