scorecardresearch

ফেব্রুয়ারিতে ২৮ দিনের মধ্যে ১০ দিনই বন্ধ ব্যাঙ্ক! ছুটির দিনগুলি দেখে নিন

একেই ২৮-এ মাস। তার ওপর ফেব্রুয়ারিতে ১০ দিন ব্যাঙ্ক বন্ধের জেরে ভোগান্তির মুখে পড়তে পারেন গ্রাহকরা।

bank will be closed for 15 days in april 2023
এপ্রিল মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ।

একেই ২৮-এ মাস, তার ওপর ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। যার জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের। রিজার্ভ ব্যাঙ্ক অফি ইন্ডিয়ার তরফে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের মধ্যে ১০ দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও সব রাজ্যেই ব্যাঙ্কে ছুটির এই দিনগুলি কিন্তু নির্দিষ্ট নয়। মূলত দেশের নানা প্রান্তে বিশেষ কয়েকটি অনুষ্ঠানের জেরেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। নিজেদের সুবিধার্থেই ব্যাঙ্ক বন্ধ থাকার দিনগুলি জেনে নিন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কে ছুটির দিনের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মোট ২৮ দিনের মধ্যে ১০ দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআই-এর হলিডে লিস্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে গুরু রবিদাস জয়ন্তী, লুই-এনগাই-নি, মহা শিবরাত্রির মতো অনুষ্ঠান রয়েছে। এছাড়াও তার সঙ্গে জুড়েছে শনি ও রবিবারের ছুটি। সেই কারণেই সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে ১০ দিনের ছুটি রয়েছে ব্যাঙ্কে।

এক ঝলকে দেখে নিন ফেব্রুয়ারি মাসে কোন কোন দিন কোন কোন রাজ্যে ব্যাঙ্কে ছুটি:

৫ ফেব্রুয়ারি – রবিবার – সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১১ ফেব্রুয়ারি- দ্বিতীয় শনিবার – সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১২ ফেব্রুয়ারি- রবিবার- সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ ফেব্রুয়ারি – বুধবার- (লুই-এনগাই-নি) – মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ ফেব্রুয়ারি- শনিবার- (মহা শিবরাত্রি) – আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, সিমলা, রায়পুর, রাঁচি, তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৯ ফেব্রুয়ারি- রবিবার – সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০ ফেব্রুয়ারি- সোমবার- (রাজ্য দিবস) – অরুণাচল প্রদেশে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ ফেব্রুয়ারি- মঙ্গলবার- (লোসার) – সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ ফেব্রুয়ারি – তৃতীয় শনিবার – সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ ফেব্রুয়ারি- রবিবার – সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন- ‘বৈশাখী সিঁদুরও পরবে, মঙ্গলসূত্রও পরবে’, রত্নাকে থামাতে আরও কী কী বললেন শোভন?

অর্থাৎ, বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠান ও সাপ্তাহিক নির্দিষ্ট ছুটির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পদ্ধতিতে লেনদেন এবং এটিএম পরিষেবা পুরোদমে চালু রাখা হবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক বন্ধের জন্য গ্রাহকদের বিশেষ বেগ পেতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- চা পানে এসে আস্ত কাপও চিবিয়ে খাচ্ছেন ক্রেতারা, গল্প নয় এ সত্যি!

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Know bank holidays in february 2023