Advertisment

One Station One Product: স্টেশনে ব্যবসা করবেন? সামান্য লগ্নিতেই 'বাম্পার আয়'! 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' স্টলের আবেদন কীভাবে?

One Station One Product-Indian Railway: এবার ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনে ঢালাও ব্যবসার সুযোগ-সুবিধা এসে গিয়েছে। ইতিমধ্যেই আমাদের দেশের তথা এরাজ্যেরও বিভিন্ন স্টেশনে এই স্টল চালু হয়ে গিয়েছে। সামান্য টাকা বিনিয়োগ করে আপনিও রেল স্টেশনে নিজের দোকান খুলতে পারেন। বিভিন্ন হস্তশিল্প এবং ক্ষুদ্রশিল্পের সাথে জড়িতদের জন্য এ এক অভূতপূর্ব সুযোগ। স্টেশনে 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' স্টল খুলে প্রতিষ্ঠিত হওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তবে কীভাবে এর জন্য আবেদন করতে হবে সেব্যাপারে এবার বিস্তারিতভাবে জানিয়েছে রেল। এই বিষয়টি নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Know how to apply for Indian Railways One Station One Product stall, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, পূর্ব রেল, ভারতীয় রেল, ব্যবসা

One Station One Product stall: ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল।

One Station One Product Outlets: ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" নামে স্টল চালু হয়েছে। ইতিমধ্যেই আমাদের দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বেশ কিছু রেল স্টেশনে এমন স্টল খুলে ব্যবসা শুরু করেছেন অনেকে। তবে অনেকে এমনও আছেন যাঁরা এই স্টল কীভাবে মিলবে তা নিয়ে খোঁজ-খবর করা শুরু করেছেন। এতদিনে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রেলের তরফে।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি:

OSOP আসলে কী ? OSOP অর্থাৎ "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট"। আপনার মতো সাধারণ মানুষ যারা বিভিন্ন হস্তশিল্প এবং ক্ষুদ্রশিল্পের সাথে জড়িত কিন্তু এখনও সুযোগ পাননি যে নিজের তৈরি সামগ্রী অথবা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সমষ্টিগতভাবে তৈরি সামগ্রীকে বৃহত্তর বাজারে তুলে ধরতে, তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে "ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল " প্রকল্প। অর্থাৎ যদি আপনার তৈরি সামগ্রীকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার কেউ না থাকে, সেই সুযোগ রেল আপনাকে এনে দিয়েছে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" স্টলের মাধ্যমে।

রেলের বিভিন্ন স্টেশনে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" ষ্টল ইতিমধ্যেই আছে এবং এবিষয়ে পূর্ব রেল বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে গত ১৯ অগাস্ট। হাওড়া ডিভিশনের অন্তর্গত প্রায় ১০০টি স্টেশনে এবং শিয়ালদহ ডিভিশনে ও ১০০ টির কাছাকাছি স্টেশনে এক স্টেশন এক পণ্য প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় হাওড়া, আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, চন্দননগর, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন স্টেশনে স্টল স্থাপন করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনে দত্তপুকুর, পিয়ালী, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট সহ আরও অনেক স্টেশনে এই স্টলগুলো স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন- Eastern Rail: পুজোয় পুরী? ভ্রমণপ্রিয় বাঙালির জন্য ফাটাফাটি বন্দোবস্ত! রেলের বাম্পার উদ্যোগ দারুণ সাড়া ফেলবে

আপনারা আবেদন করবেন কীভাবে?

আবেদনের প্রক্রিয়া খুবই সহজ। স্টেশন ম্যানেজার লেভেলে সাদা কাগজে আপনাকে আবেদন করতে হবে এবং ফি বাবদ আপনাকে সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। এরপর লটারি হবে, মোট যতজন আবেদনকারী আবেদন করবেন তাদের মধ্যে লটারি হবে সততা বজায় রাখার জন্য। আবেদনকারীদের মধ্যে কারা কতদিনের জন্য ষ্টল পাবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই লটারী করা হবে। সবাই যাতে সমান সুযোগ পায় , সেজন্যই ভারতীয় রেলের এই সিদ্ধান্ত।

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে গর্বের ইতিহাস কলকাতা মেট্রোর! দুরন্ত কীর্তির দিগন্তজোড়া প্রশংসা

এই স্টলগুলোর জন্য যারা ১৫ দিনের জন্য রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ১৫০০ টাকা (জিএসটি সহ) এবং ২০ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে। ৩০ দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা (জিএসটি সহ) এবং ৪০ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে। এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলী www.er.Indianrailways.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন- মুহূর্তের সিদ্ধান্তে ঘুরল ভাগ্যের চাকা! দিনমজুরের রাতারাতি কোটিপতি হওয়ার এই গল্প চমকে দেবেই!

স্থানীয় শিল্পী এবং উদ্যোক্তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা সহজেই তাদের পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন এবং যাত্রীরা সস্তায় তাদের পছন্দের হ্যান্ডক্র্যাফট পণ্য পেতে পারছেন। সাধারণ মানুষদের কথা ভেবেই ভারতীয় রেল এই ব্যবস্থা করেছে।

indian railway Eastern Railway OSOP One Station One Product
Advertisment