Road word in Station: বিভিন্ন রেল স্টেশনের নামের পর 'রোড' শব্দটা আমরা দেখতে পাই। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিমবঙ্গেও অনেক রেলস্টেশনের নামের সঙ্গে 'রোড' শব্দটি জুড়ে থাকে। বিধাননগর রোড, শাসন রোড, হাড়োয়া রোড, অশোকনগর রোড ইত্যাদি। রেলস্টেশনের নামের সঙ্গে কেন এই 'রোড' শব্দটি জোড়া থাকে? বিশেষ এই কারণটি অনেকেরই কাছেই এখনও অজানা হিসেবেই রয়ে গিয়েছে। বিশেষ এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
রেলস্টেশনের নামের পর 'রোড' লেখা থাকলে আপনাকে বুঝে নিতে হবে সংশ্লিষ্ট স্টেশনটি শহরের মধ্যে নেই। শহর থেকে কিছুটা দূরে এই স্টেশনটির অবস্থান হওয়ার জন্যই স্টেশনগুলির নামের পর 'রোড' শব্দটি জুড়ে দেওয়া হয়। অর্থাৎ এই রেলস্টেশনে নামলে আপনি সহজেই শহরের ভিতরে প্রবেশের ঢালাও সুযোগ পেয়ে যাবেন। আমাদের রাজ্যে বিধাননগর রোড, টাকি রোড, অশোকনগর রোড, শাসন রোডের মতো নামের বহু রেলস্টেশন রয়েছে।
সেই সব স্টেশনগুলিই সেখানকার মূল শহরাঞ্চল থেকে কিছুটা দূরে অবস্থিত। সেই কারণেই সংশ্লিষ্ট রেলস্টেশনগুলির নামের পর 'রোড' শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। এই সব রেলস্টেশনগুলি শহরের কাছাকাছি অবস্থিত হলেও শহরের একেবারে প্রাণকেন্দ্রের কাছে নয়। সেই কারণেই এই স্টেশনগুলির নামের সঙ্গে 'রোড' শব্দটি জোড়া থাকে।
আরও পড়ুন- West Bengal Weather Update: ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তুমুল বৃষ্টি-শঙ্কা দক্ষিণবঙ্গে! আবহাওয়ায় বদলাতে পারে কবে থেকে?
যেমন ধরুন বিধাননগর রোড স্টেশনের কথাই। এই স্টেশনটিও বিধাননগর মূল শহরের মধ্যে অবস্থিত নয়। তবে বিধাননগর রোড স্টেশনে নামলে তার কয়েক কিলোমিটারের মধ্যেই শহরের প্রাণকেন্দ্রে আপনি পৌঁছে যেতে পারবেন। সুতরাং কোনও শহরের মূল প্রাণকেন্দ্র থেকে দূরে কোনও রেলস্টেশন থাকলে অনেক ক্ষেত্রেই তার নামের পাশে 'রোড' শব্দটি জুড়ে দেওয়া হয়।
আরও পড়ুন- RG Kar Protest: মিছিলে হামলা-মারধর, মুছল 'জাস্টিস ফর আরজি কর', কাঠগড়ায় তৃণমূল, কুণাল কী বললেন?