Miscreant attack in protest at Mathabhanga: এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলা মিছিলে হামলা দুষ্কৃতীদের। বুধবার রাতে কোচবিহারের মাথাভাঙা শহরে এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয়। এমনকী আন্দোলনকারীদের আঁকা 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানটিও মুছে দেওয়া হয়। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গতকাল মাথাভাঙাতেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল একাধিক সংগঠনের উদ্যোগে। সেই কর্মসূচি ভণ্ডুল করতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই হামলার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস খুনের বিচারের দাবিতে ফি দিন প্রতিবাদ- আন্দোলন চলছে দিকে-দিকে। শহর কলকাতার পাশাপাশি গতকাল রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের একবার 'রাত দখলের' ডাক দেওয়া হয়। কোচবিহারের মাথাভাঙা শহরে একাধিক সংগঠনের উদ্যোগে গতকাল এই কর্মসূচি ছিল।
মাথাভাঙা শহরে এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন দুষ্কৃতীরা হামলা চালায়। মুছে ফেলা হয় রং-তুলিতে লেখা 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান। বেশ কয়েকজন আন্দোলনকারীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। গতকাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘের পক্ষ থেকে মাথাভাঙা শহরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে হামলায় চালায় বলে অভিযোগ।
কোচবিহারের মাথাভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে @AITCofficial .
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 4, 2024
যারা করেছে, পুলিশ ব্যবস্থা নিক।
প্ররোচনায় কেউ পা দেবেন না।
মা বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি।
গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন।
দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না।
এদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে এই হামলার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "কোচবিহারের মাথাভাঙার ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে তৃণমূল। যারা করেছে পুলিশ ব্যবস্থা নিক। প্ররোচনায় কেউ পা দেবেন না। মা-বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি। গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন। দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না।"
আরও পড়ুন- প্রকাশ্য দিবালোকে পরপর কিশোরীকে ছুরির কোপ, বাংলায় বিরাট প্রশ্নের মুখে নারী নিরাপত্তা