Royal Bengal Tiger: কুলতুলির মৈপীঠে অবস্থান পরিবর্তন বাঘের। মৈপীঠের কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় মঙ্গলবার সকালে বাঘের উপস্থিতি টের পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। সেইমত বনদফতর এসে ওই জায়গা জাল দিয়ে ঘিরে।
ফের আজ সকালে জালের কাছে বাঘের পায়ের ছাপ পেয়েছে বনদফতর। দক্ষিণ দিক থেকে বেরিয়ে উত্তর দিকে ৬ নম্বর বৈকুণ্ঠপুর সংলগ্ন হেতাল জঙ্গলে বর্তমানে অবস্থান বাঘের। বিষয়টি নিশ্চিত করেছে বনদফতরও। ফের নতুন করে এক কিলোমিটার জঙ্গল ঘেরার কাজ চলছে। তিনদিক ঘিরে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিক খোলা রাখা হচ্ছে।
বনদফতর সুত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাঘকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এদিন সকালেই ঘটনাস্থলে এসেছেন ADFO অনুরাগ চৌধুরী। তিনি পুরো কাজের তদারকি করছেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন DFO। তিনি আসার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন মিলল হিংস্র জন্তুর পায়ের ছাপ, পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় ফের বাঘের আতঙ্ক
অন্যদিকে, লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই তাদের বসবাস। রুজি-রুটির জন্য তাঁদের জঙ্গলেও যেতে হয়। সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এলাকার বাসিন্দারা লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন।
এছাড়া রাস্তায় যাতে আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন তাঁরা। গ্রামের বাসিন্দারা রাস্তায় ভিড় জমাচ্ছেন।ঘটনাস্থলে রয়েছে মৈপীঠ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।