/indian-express-bangla/media/media_files/2025/05/08/lZgiAdLl9sNBqlgVbBMz.jpg)
Rafale vs F-16: রাফাল ও এফ-১৬-এর মধ্যে কে এগিয়ে?
Rafale vs F-16: ভারতের রাফাল নাকি পাকিস্তানের এফ-১৬, কোন ফাইটার জেট বেশি শক্তিশালী? তা নিয়ে প্রায়শই চর্চা চলে। বিশেষ এই প্রতিবেদনে এই দুই শক্তিশালী ফাইটার জেটের প্রযুক্তিগত দিকগুলি নিয়ে আলোচনা হল, যা থেকে খানিকটা অন্তত বোঝা সম্ভব কোন ফাইটার বেশি শক্তিশালী?
প্রযুক্তিগত ক্ষমতা:
- রাফাল: ৪.৫ জেনারেশনের মাল্টিরোল ফাইটার, উন্নত AESA রাডার, SPECTRA ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।
- এফ-১৬: ৪র্থ প্রজন্মের যুদ্ধবিমান, উন্নত AESA রাডার থাকলেও রাফালের মতো শক্তিশালী নয়।
অস্ত্রসজ্জা ও ফায়ার পাওয়ার:
- রাফাল: Meteor BVR মিসাইল (১৫০+ কিমি রেঞ্জ), SCALP ক্রুজ মিসাইল, HAMMER স্মার্ট বোমা।
- এফ-১৬: AIM-120 AMRAAM (১০০ কিমি রেঞ্জ), JDAM স্মার্ট বোমা।
ডগফাইট ও যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা:
- রাফাল: উন্নত থ্রাস্ট-টু-ওয়েট রেশিও, সুপিরিয়র সেন্সর ফিউশন, বৃহৎ অস্ত্র বহন ক্ষমতা।
- এফ-১৬: উচ্চ গতির ডগফাইট সক্ষমতা, কিন্তু সীমিত বহুমুখিতা।
'Operation Sindoor'-এ শক্তি দেখিয়েছে রাফাল:
Operation Sindoor-এর অধীনে ভারত পাক অধিকৃত কাশ্মীর-সহ পাকিস্তানের ৯টি টার্গেটে হামলা চালিয়েছে। যার মধ্যে ৪টি টার্গেট পাকিস্তানের ভূখণ্ডে ও ৫টি টার্গেট ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। এই হামলায় SCALP ক্রুজ মিসাইল ও HAMMER স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে, যা জঙ্গি ঘাঁটিগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
অর্থাৎ, ভারতের রাফাল পাকিস্তানের এফ-১৬-এর তুলনায় প্রযুক্তিগতভাবে উন্নত, বহুমুখী, এবং সীমান্তের ওপারে আক্রমণের ক্ষেত্রে কার্যকর। পাকিস্তানের এফ-১৬ আমেরিকান প্রযুক্তিতে তৈরি। যেখানে রাফাল ভারতের স্বাধীন সামরিক শক্তির প্রতীক। পাকিস্তানে Operation Sindoor-এ ফ্রান্স থেকে কেনা যুদ্ধবিমান রাফালের ব্যবহার করেছে ভারত। রাফাল থেকেই ছোঁড়া হয়েছে স্ক্যাল্প মিসাইল।
আগুনে সেই মিসাইল ধ্বংস করে দিয়েছে একের পর এক পাক জঙ্গিঘাঁটি। শত্রুপক্ষের বুকে কাঁপুনি ধরিয়েছে অতীব শক্তিশালী যুদ্ধবিমান রাফাল। শত্রুর ঘরে না ঢুকেও বিধ্বংসী হামলা চালিয়ে সফল অভিযান ভারতের। ভারতের সাম্প্রতিকতময় এই অপারেশন সিঁদুরে রাফালের ভূমিকা এককথায় অনস্বীকার্য। রাফালের ধারে কাছেও আসবে না পাকিস্তানের F-16, অন্তত প্রযুক্তিগত দিক থেকে তুল্যমূল্য এই বিশ্লেষণ সেই কথাই বলছে।